প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২০ | ক্রিক বাংলা প্রতিবেদক
গত পাঁচবছর ধরে শীর্ষ টেস্ট ব্যাটসম্যানের লড়াইটা ছিল বিরাট কোহলি ও স্টিভ স্মিথের মধ্যে। কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে খেলেছেন এক ম্যাচ। সেই ম্যাচে ফিফটি পেয়েছিলেন ভারত অধিনায়ক। স্টিভ স্মিথ ব্যর্থ হয়েছেন আগের দুই টেস্টেই। এক ইনিংসেও ছুঁতে পারেননি দুই অঙ্ক। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে কেন উইলিয়ামসন খেলেন ১২৯ রানের দুর্দান্ত ইনিংস। দ্বিতীয় ইনিংসে করেন ১৯ রান। ব্যাট হাতে দারুণ পারফরমেন্সের ফল হাতেনাতেই পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক।
চলতি বছরের শেষ দিনে প্রকাশিত র্যাঙ্কিংয়ে শীর্ষ টেস্ট ব্যাটসম্যান উইলিয়ামসন।
২৬শে ডিসেম্বর বক্সিং ডে টেস্ট শুরুর আগে তৃতীয় স্থানে ছিলেন উইলিয়ামসন। স্মিথ শীর্ষে এবং দুইয়ে ছিলেন কোহলি। ব্যাটিং ব্যর্থতায় দুই ধাপ নেমে তিনে স্মিথ। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন কোহলি। পাঁচ বছর পর টেস্ট ব্যাটসম্যানের শীর্ষে উঠলেন কিউই অধিনায়ক। এর আগে ২০১৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো এক নম্বরে উঠেছিলেন উইলিয়ামসন। স্বল্প সময়ের জন্য শীর্ষে ছিলেন তিনি। চলতি বছর ৩১৩ দিন শীর্ষে ছিলেন স্মিথ। কোহলি ৫১ দিন। স্মিথ-কোহলিদের পেছনে ফেলে বছরের শেষে হাসি উইলিয়ামসনের মুখে।
টেস্ট র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন ফাফ দু প্লেসি। শ্রীলঙ্কার বিপক্ষে বক্সিং ডে টেস্টে ১৯৯ রানের ইনিংসে ১৪ ধাপ এগিয়েছেন তিনি। এই প্রোটিয়া ব্যাটসম্যান রয়েছেন ২১তম স্থানে। ভারতকে দারুণ জয় এনে দেয়া টেস্টে ১১২ ও ২৭ রান করেন অজিঙ্কা রাহানে। পাঁচ ধাপ এগিয়ে রাহানে উঠে এসেছেন ষষ্ঠ স্থানে।
বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষ চারে রয়েছেন প্যাট কামিন্স, স্টুয়ার্ট ব্রড, নিল ওয়াগনার ও টিম সাউদি। দুই ধাপ এগিয়ে পাঁচে মিচেল স্টার্ক। দুই ধাপ এগিয়েছেন রবিচন্দন অশ্বিনও। এই ভারতীয় অফস্পিনার উঠে এসেছেন সপ্তম স্থানে। টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বেন স্টোকস। সাকিব আল হাসান রয়েছেন চতুর্থ স্থানে।
By Crick Bangla