
Rana Sikder
CrickBangla Reporter
ক্রিকেটারদের ধরে রাখতে না পারায় পিসিবির ওপর চটেছেন কানেরিয়া
9 December 2020 , 06:00 PM
পাকিস্তান ক্রিকেট বোর্ডের থেকে ঢের ভাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। নিজেদের প্রমাণ করার জন্য দেশ ছেড়ে অন্তত বিদেশে পাড়ি জমাতে হয় না ভারতের ক্রিকেটারদের। পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়া এ ভাবেই নিজের দেশের ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন ইউটিউব চ্যানেলে।
তাঁর মতে, পাক ক্রিকেটাররা দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে চাইলেও পিসিবি তাঁদের রেখে দেওয়ার কোনও উদ্যোগ নেয় না। বিসিসিআই এ ক্ষেত্রে পিসিবির উল্টো মেরুর বাসিন্দা। এই কারণেই কানেরিয়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভূয়ষী প্রশংসা করেছেন।
আমেরিকায় হবে মেজর লিগ ক্রিকেট। সেই টুর্নামেন্ট খেলতে পাকিস্তান ছেড়ে আর্মেরিকায় পাড়ি জমিয়েছেন ২৪ বছরের ওপেনার সামি আসলাম। উদ্দেশ্য একটাই। মেজর লিগ ক্রিকেটে ভাল পারফরম্যান্স করে জাতীয় দলের দরজা খোলা। আর এই ঘটনার জন্য পিসিবির উপরে চটে গিয়েছেন প্রাক্তন লেগ স্পিনার।
বিসিসিআই-এর উদাহরণ টেনে এনে কানেরিয়া বলেছেন, ‘‘সামি আসলামের ধারাবাহিকতা রয়েছে। ওর উপরে অবিচার করা হয়েছে। শান মাসুদ ও ইমাম উল হক যেমন সুযোগ পেয়েছে, সামি সেভাবে সুযোগই পায়নি। মাত্র ১৩টি টেস্ট ও ৪টি ওয়ানডে খেলেছে দেশের হয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ড প্লেয়ারদের সঙ্গে এমন ব্যবহার করে যাতে তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সূর্যকুমারের ক্ষেত্রে ওর ফ্র্যাঞ্চাইজি এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পাশে এসে দাঁড়িয়েছিল। তার ফলে দেশ ছেড়ে চলে যেতে হয়নি সূর্যকুমারকে।’’
খেলোয়াড় জীবনে তিনিও দু' দেশের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সেই সময়ে কানেরিয়া পাকিস্তানের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের জন্য আজও কানেরিয়া আফশোস করেন।
তিনি বলেছেন, ‘‘ আমি যখন খেলতাম তখন দু'দেশের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলাম। সেই সময়ে আমি পাকিস্তানের হয়ে খেলার সিদ্ধান্ত নিই। এখন যদি আগের মতো প্রস্তাব পেতাম, তা হলে তার সদ্ব্যবহার করতাম।’’
TAG : Danish Kaneria, PakistanCricket, PCB
KEYWORDS : Danish Kaneria, Paki
This News Related By : Pakistan.