
Rana Sikder
CrickBangla Reporter
শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে অনন্য রেকর্ড জো রুটের
7 February 2021 , 03:00 PM
ভারতীয় বোলারদেরও ব্যাট হাতে শাসন করলেন জো রুট। শেষ তিন টেস্টে তুলে নিলেন দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। আর চেন্নাইয়ে পাওয়া রুটের ডাবল সেঞ্চুরিটার মহীমা আলাদা। এটি জো রুটের শততম টেস্ট।
ক্যারিয়ারের ১০০তম টেস্টে কোনো খেলোয়াড়ের একমাত্র ডাবল সেঞ্চুরি এটি। আর অধিনায়ক হিসেবে টানা তিন টেস্টে দেড়শ’ রানের গ-ি টপকে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ড ছুঁলেন তিনি।
চেন্নাইয়ে ম্যাচের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে জো রুটের দ্বিশতক ও বেন স্টোকসের ৮২ রানে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪৮৫/৬-এ।
ব্যক্তিগত ১২৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেন জো রুট। আর শনিবার ২১৮ রানে শাহবাজ নাদিমের বলে আউট হন তিনি।
কাছাকাছি গিয়ে শতক পূরণে ব্যর্থ হন বেন স্টোকস। ১১৮ বলে ৮২ রান করে শাহবাজ নাদিমের উইকেটে পরিণত হন তিনি।
৩৪ রানে আউট হন অলি পোপ। রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন তিনি। ভারতের পক্ষে দুই উইকেট নেন বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম। এক উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।
TAG : Joe Root, Double Century, England Cricket
KEYWORDS : Joe Root, Double Cen
This News Related By : Australia.