আইপিএলের ১৪তম আসরের নিলামে দল পাননি কোনো শ্রীলঙ্কান ক্রিকেটার। যা শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য হতাশারই বটে।
কিন্তু এই হতাশাকেই ইতিবাচকভাবে দেখছেন দেশটির সাবেক অধিনায়ক ও আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যমকে জয়াবর্ধনে বলেছেন, ‘আমি মনে করি, আইপিএল আমাদের দেশের খেলোয়াড়ের সুযোগ না পাওয়া হতাশার। কিন্তু আমাদের ক্রিকেটারদের জন্য এটি একটি শক্ত বার্তা। আরও ভালো ক্রিকেট খেলতে হবে, তবেই আইপিএলের মত বড় প্লাটফর্মে সুযোগ মিলবে।’
গত বছর আইপিএলে মুম্বাইয়ে মালিঙ্গা ও ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন ইসুরু উদানা।