News

05:31 PM National

Is-cricket-returning-to-the-2026-Los-Angeles-Olympics?

Rana Sikder

CrickBangla Reporter

তবে কি ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকেই ফিরছে ক্রিকেট?

10 August 2021 , 05:31 PM

আধুনিক অলিম্পিকের প্রথম আসর ১৯০০ প্যারিস অলিম্পিকে, প্রথম ও শেষবার হয়েছিল ক্রিকেট। সেই আসরে গ্রেট বৃটেন, ফ্রান্সের সঙ্গে খেলার কথা ছিল বেলজিয়াম ও নেদারল্যান্ডসের। শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় বেলজিয়াম ও নেদারল্যান্ডস। দুই দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় বৃটেন ও ফ্রান্স। সেই ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হওয়ায় সোনার পদক দেয়া হয়নি। বৃটেনকে দেয়া হয় রুপা ও ফ্রান্স পায় ব্রোঞ্জ পদক। এরপর কয়েকবার অলিম্পিকে ক্রিকেট ফেরানোর আলোচনা হলেও সফলতার মুখ দেখেনি। আইসিসি অলিম্পিকে ক্রিকেট ফেরাতে মরিয়া।

অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট যুক্ত করার জন্য আলাদা প্যানেল গঠন করেছে আইসিসি। তারা ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্তের চেষ্টা চালাবে।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের সফলতা দেখে অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট যুক্ত হওয়ার সম্ভাবনা জেগেছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাকি সেসময় চায়নি অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্ত হোক। অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়ার পথে মূলত বাধা দুটি। যার অন্যতম খেলার দৈর্ঘ্য। টি-টোয়েন্টি ফরম্যাটের একটি ক্রিকেট ম্যাচ শেষ করতে সময় লাগে অন্তত তিন ঘণ্টা। দ্বিতীয় সমস্যা স্টেডিয়াম। ক্রিকেট আয়োজনের জন্য চাই বিশেষ ধরনের মাঠ। যা নেই বিশ্বের বেশিরভাগ দেশেই।

অলিম্পিকে ক্রিকেট ফেরানোর সম্ভাববনা জোরালো হয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) আগ্রহী হওয়ায়। এতে নিয়ামক ভূমিকা পালন করেছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। আইওসি’র নিজস্ব জরিপে দেখা যায়, ২০১৬ রিও অলিম্পিকে ভারতীয় (টেলিভিশন) দর্শক ছিল ১৯ কোটি। সেখানে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দর্শক ছিল ৫৫ কোটি। অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়া নিয়ে বিরোধী মনোভাব আর নেই বিসিসিআইয়ের।

২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে ক্রিকেটে যুক্তরাষ্ট্রের আগ্রহী হয়ে ওঠার ঘটনায়। এরই মধ্যে দেশটি পেয়েছে ওয়ানডে মর্যাদা। অন্য দেশে জন্ম নেয়া ক্রিকেটারদের নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে খেলার দুয়ারও খুলেছে দিয়েছে তারা। অলিম্পিকে ক্রিকেট ফেরানোর তোড়জোড় শুরুর খবর দিয়েছেন আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে। 

TAG : Olympic, Cricket, ICC, IOC
KEYWORDS : Olympic, Cricket, IC

This News Related By : Bangladesh.