লর্ডস টেস্টের শেষ দিনে অবিশ্বাস্য জয় পেয়েছে ভারত। মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ’র দুর্দান্ত বোলিংয়ে ইংলিশ ব্যাটসম্যানদের থামিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে বেল বিরাট কোহলির দল। চারদিন শেষে ভারতই ছিল হারের শঙ্কায়। চাপ সামলে টিম ইন্ডিয়া পেলো ১৫১ রানের বড় জয়।
শেষ দিনে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের লক্ষ্য ছিল ২৭২ রান। এই রান তুলতে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।
এরপর কিছুটা হাল ধরার চেষ্টা চালান মঈন আলী ও জস বাটলার। উইকেটে থিতু হয়েও যান তারা।
৯৫ বল খেলে তৈরি করেন ২৩ রানের পার্টনারশিপ। গুরুত্বপূর্ণ এই জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ। ভারতীয় এই পেসারের বল মঈনের ব্যাট ছুঁয়ে অধিনায়ক বিরাট কোহলির তালুবন্দি হয়। সাজঘরে ফেরার আগে মঈনের ব্যাট থেকে আসে ৪২ বলে ১৩ রান। এরপর কট বিহাইন্ড হয়ে যান স্যাম কারান। প্রথম ইনিংসের মতো এবারও গোল্ডেন ডাক মারেন তিনি।
একের পর এক উইকেট গেলেও একপাশ আগলে রেখে লড়াই চালিয়ে যান বাটলার। একসময় রবিনসনকে নিয়ে ম্যাচ ড্রয়ের পথে নিয়ে যাচ্ছিলেন তিনি।সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় ভারত। রবিনসনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বুমরাহ। ভাঙে বাটলার-রবিনসনের ৭৬ বলের জুটি। এরপর শেষ দিকে বাটলার ও জেমস অ্যান্ডারসনকে ফিরিয়ে দলকে জয় এনে দেন সিরাজ। ফেরার আগে ৯৬ বলে ২৫ রান করেন বাটলার।
এর আগে ১৮২ রানে এগিয়ে থেকে হাতে মাত্র ২ উইকেট ছিল ভারতের। যেকারণে হারের শঙ্কায় ছিল সফরাকারীরা। স্বীকৃত ব্যাটসম্যান বলতেও ছিলেন না কেউ। কিন্তু মোহাম্মদ শামি (৫৬*) ও জাসপ্রিত বুমরাহ (৩৪*) ২০ ওভারের অবিচ্ছিন্ন জুটিতে যোগ করে দেন মহাগুরুত্বপূর্ণ ৮৯ রান। তাদের এই জুটিতেই ভারত চাপমুক্ত হয়ে ৮ উইকেটে ২৯৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করে।
ভারতের মোহাম্মদ সিরাজ ৪টি উইকেট নেন। দুটি করে উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ ও ইশান্ত শর্মা। একটি উইকেট নেন মোহাম্মদ শামি।
TAG : Lord's Test, India, England
KEYWORDS : Lord's Test, India,
This News Related By : India.