
Rana Sikder
CrickBangla Reporter
রাহানের সেঞ্চুরিতে মেলবোর্ন টেস্টে ভারতের দাপট
27 December 2020 , 04:00 PM
অ্যাডিলেডে ৩৬ রানের দুঃখ পেছনে ফেলে মেলবোর্নে দাপট দেখাচ্ছে ভারত। অজিঙ্কা রাহানের অপরাজিত সেঞ্চুরিতে ৮২ রানে এগিয়ে ভারত। অস্ট্রেলিয়ার করা ১৯৫ রানের জবাবে ৫ উইকেটে ২৭৭ রানে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা। ভারপ্রাপ্ত অধিনায়ক রাহানে ১০৪ ও রবিন্দ্র জাদেজা ৪০ রান নিয়ে সোমবার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবেন।
আগের দিনের ১ উইকেটে ৩৬ রান দিয়ে রোববার দ্বিতীয় দিন শুরু করে ভারত। অভিষিক্ত শুভমন গিলকে ৪৫ রানে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে দিনের প্রথম সাফল্য এনে দেন প্যাট কামিন্স। দ্রুতই ফেরেন চেতশ্বর পূজারাও (১৭ রান)। হনুমা বিহারীকে নিয়ে চতুর্থ উইকেটে ৫২ রানের জুটি গড়েন রাহানে। বিহারী ২১ রান করে ফিরলে ঋষভ পন্তকে (২৯ রান) নিয়ে আরেকটি ৫৭ রানের কার্যকর জুটি গড়েন ভারতীয় অধিনায়ক।
শেষ ৩২.৩ ওভারে রাহানে-জাদেজার অসাধারণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে লিড পায় ভারত।ষষ্ঠ উইকেটে দু’জনে গড়েছেন অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটি। রাহানে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১২তম এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।
অস্ট্রেলিয়ার মাটিতে পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে পেলেন তিন অঙ্কের দেখা। বিদেশের মাটিতে তিন বছরের বেশি সময় পর সেঞ্চুরির দেখা পেয়েছেন রাহানে। ভারতের বাইরে রাহানে এর আগে শেষবার শতক হাঁকিয়েছিলেন ২০১৭ সালের অক্টোবরে, শ্রীলঙ্কার কলম্বোয়। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের শিকার ২টি করে উইকেট।
TAG : India Tour of Australia, Boxing Day Test, Rahane
KEYWORDS : India Tour of Austra
This News Related By : India.