
Rana Sikder
CrickBangla Reporter
ইংলিশদের দাপুটে বোলিংয়ে মাত্র ৭৮ রানে গুঁটিয়ে গেল ভারত
26 August 2021 , 10:30 PM
লর্ডস টেস্টের শেষ দিনে চমক দেখিয়েছিল ভারত। ইংলিশ ব্যাটসম্যানদের ১২০ রানে আটকে ২৫১ রানের জয় পেয়েছিল সফরকারীরা। লিডস টেস্টের প্রথম দিনে সেই শেষ দিনের প্রতিশোধই নিলো ইংল্যান্ড। মাত্র ৭৮ রানে অলআউট করলো ভারতকে।
তৃতীয় টেস্টের প্রথম দিনে দু’দলই খেলেছে প্রায় সমান ওভার। ভারতের ব্যাটসম্যানরা ৪০.৪ ওভার এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানরা খেলেছে ৪২ ওভার। ভারত সবকটি উইকেট হারালেও দোর্দান্ত প্রতাপে ব্যাটিং করছে ইংলিশরা।
ইংল্যান্ডের দুই ওপেনার রোরি বার্নস এবং হাসিব হামিদ ইতিমধ্যেই অর্ধশতরানের গন্ডি টপকে গিয়েছেন। হামিদের সংগ্রহ অপরাজিত ৬০ রান।বার্নস ৫২ রান করে অপরাজিত রয়েছেন। ৪২ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ১২০ রান। ভারতের চেয়ে ৪২ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। কোনও উইকেট না হারিয়ে।
টসে জিতে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে খেই হারিয়ে ফেলে ভারত। প্রথমে জেমস অ্যান্ডারসন ভারতকে বড় ধাক্কা দেন। মাত্র ২১ রানে কেএল রাহুল, চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলিকে আউট করে ভারতীয় ব্যাটিং অর্ডারে ধস নামান। ক্রেগ ওভারটন উইকেট নিয়েছেন ৩টি। মাঝে অলি রবিনসন এবং স্যাম কারান ২টি করে উইকেট শিকার করেন।
ভারতের পক্ষে মাত্র দুজন দুই অংক ছুঁতে পেরেছেন। ওপেনার রোহিত শর্মা ১৯ এবং আজিঙ্কা রাহানে করেন ১৮ রান। অধিনায়ক বিরাট কোহলি ৭ রানে উইকেট বিলিয়ে দেন।
TAG : India, England, Leeds Test
KEYWORDS : India, England, Leed
This News Related By : England.