
Rana Sikder
CrickBangla Reporter
বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে ভারত-নিউজিল্যান্ড, দুই দলের কাছে আজ জয়ের বিকল্প নেই
31 October 2021 , 03:00 PM
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারত ও নিউজিল্যান্ড। তবে আসরের শুরুটা রাঙাতে পারেনি কোনো দলই। পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু হয় টিম ইন্ডিয়া এবং ব্ল্যাক ক্যাপদের। এবার প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হচ্ছে দু’দল। আজ রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলিদের মোকাবিলা করবে কিউইরা। আজকের ম্যাচটি দুই দলের কাছেই অনেকটা বাঁচা-মরার মতোই। গ্রুপের অন্যতম পরাশক্তি পাকিস্তান ইতিমধ্যে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে। সেক্ষেত্রে আজকে ম্যাচে পরাজিত দলের সেমিফাইনালের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যাবে।
সুপার টুয়েলভের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে পাত্তাই পায়নি কোচ রবি শাস্ত্রীর শিষ্যরা। ১০ উইকেটে ভারতীয়দের হারায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।
শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রানের স্কোর পায় ভারত।অধিনায়ক বিরাট কোহলি এবং ঋষভ পন্ত বাদে টিম ইন্ডিয়ার কোনো ব্যাটারই ছুঁতে পারেননি ২০-এর কোঠা। এরপর বল হাতেও পাক ব্যাটারদের নিগ্রহের শিকার হয় ভারতীয় বোলাররা। স্পিনার কিংবা পেসার- সবাইকে বেধড়ক পিটিয়ে পাকিস্তানকে স্মরণীয় জয় এনে দেন দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। চলতি বিশ্বকাপে প্রথম জয় পেতে বোলারদের সঙ্গে ভারতীয় ব্যাটারদেরও ভালো করতে হবে কিউইদের বিপক্ষে। পাকিস্তান ম্যাচের ভুলগুলো শুধরে ব্যাটার-বোলারদের ভালো করার আহ্বান জানিয়েছেন ভারতীয় অধিনায়ক কোহলি। তিনি বলেন, ‘প্রথম ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে আমাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হলে, ব্যাটারদের বড় ইনিংস খেলতে হবে। বোলারদেরও উন্নতি করতে হবে। পাকিস্তানের বিপক্ষে কোনো চাপই তৈরি করতে পারেনি বোলাররা। আশা করি কালকের (আজকের) ম্যাচে দুই বিভাগই জ্বলে উঠবে।’
আসরে পাকিস্তানের শিকার হয় নিউজিল্যান্ডও। ভারতীয়রা লড়াই করতে না পারলেও এক সময় ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল কিউইরা। ১৩৪ রানের স্বল্প পুঁজি নিয়েও নিউজিল্যান্ড বোলাররা ম্যাচের লাগাম ধরেছিলেন। ৮৭ রানে পাকিস্তানের ৫ উইকেট নেয় তারা। শেষ দিকে আসিফ আলীর ১২ বলে অপরাজিত ২৭ রানের কাছে হেরে যায় নিউজিল্যান্ড। ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে পাকিস্তান। হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘পাকিস্তানের কাছে হারায় আমরা বিচলিত নই। ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী। দলের সবাই জয়ের জন্য উদগ্রীব হয়ে আছে।’
ভারত-নিউজিল্যান্ডের মধ্যে যে জয়ী হবে সেমিফাইনালের পথে এগিয়ে থাকবে সে দল। ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তির মধ্যকার ম্যাচটি যে জমজমাট হবে তা বলার অপেক্ষা রাখে না। শক্তি-সামর্থ্যে দু’দলের অবস্থা প্রায় কাছাকাছি। সর্বশেষ প্রকাশিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দুই ধাপ পিছিয়ে নিউজিল্যান্ডের অবস্থান চারে।
‘হেড টু হেড’ পরিসংখ্যানে ভারতের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড। আর্ন্তজাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট ১৬বার দেখা হয়েছে দু’দলের। তার মধ্যে ৮ জয় নিউজিল্যান্ডের। ভারত জিতেছে ৬ ম্যাচ। বাকি দুই ম্যাচ ‘টাই’।
TAG : India, New Zealand, WT20, Cricket
KEYWORDS : IND, NZL, T20
This News Related By : India.