
Rana Sikder
CrickBangla Reporter
দ্বিতীয় টেস্টে অসাধারণ জয়ে সিরিজে সমতায় ফিরল ভারত
29 December 2020 , 02:00 PM
ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমাররা ছিলেন না আগে থেকেই। ইনজুরি ছিটকে দেয় মোহাম্মদ শামিকেও। প্রথম সন্তানের বাবা হতে যাওয়া বিরাট কোহলিও দল ছেড়েছেন। সঙ্গী ছিল অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জা। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে এসবের বিন্দুমাত্র প্রভাব পড়েনি ভারতীয় দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটি সেশনেই ছিল সফরকারীদের দাপট। ৮ উইকেটের বড় জয়ে চার ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারত।
আগের দিন ১৩৩/৬ রানে তৃতীয় দিন শেষ করে অস্ট্রেলিয়া। মঙ্গলবার চতুর্থ দিন স্বাগতিকরা শেষ চার উইকেটে ৬৭ রান যোগ করে।
৭০ রানের জয়ের লক্ষ্য ছুঁতে ভারতের লাগে ৯৫ বল। অভিষিক্ত শুভমন গিল প্রথম ইনিংসে করেছিলেন ৪৫ রান। দ্বিতীয় ইনিংসে ৩৬ বলে অপরাজিত ৩৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্কা প্রথম ইনিংসে হাঁকিয়েছিলেন দুর্দান্ত সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে করলেন অপরাজিত ২৭ রান।
দেশের বাইরে ভারতের সবচেয়ে বেশি (৪) টেস্ট জয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। দ্বিতীয় সর্বোচ্চ ৩টি করে টেস্ট ভারত জিতেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের তিন ভেন্যু পোর্ট অব স্পেন, কুইন্স পার্ক ওভাল ও কিংসটনের সাবিনা পার্ক এবং কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।
TAG : India Tour of Australia, Boxing Day Test
KEYWORDS : India Tour of Austra
This News Related By : India.