
Rana Sikder
CrickBangla Reporter
অ্যাডিলেডে হতে পারে ভারত-অস্ট্রেলিয়ার পিঙ্ক বল টেস্ট
20 November 2020 , 07:00 PM
পিঙ্ক বল টেস্ট অ্যাডিলেডের মাঠে হওয়ার সম্ভবনাও তৈরি হল এর ফলে।
করোনা সংক্রমণ বাড়তে থাকায় দক্ষিণ অস্ট্রেলিয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছিল। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটারদেরও।
পিঙ্ক বল টেস্ট অ্যাডিলেডের বদলে অন্য মাঠে সরিয়ে নিয়ে যাওয়ার কথাও ভাবতে শুরু করে দিয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। এরই মাঝে শুক্রবার খবর আসে, শনিবার গভীর রাত থেকেই শিথিল করা হতে পারে লকডাউন।
এর পরেই অস্ট্রেলিয়া বোর্ড অ্যাডিলেডেই পিঙ্ক বল টেস্ট খেলার ব্যাপারে আশা দেখতে শুরু করে।
দক্ষিণ অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার জানিয়েছেন, ১ ডিসেম্বর থেকে ভিক্টোরিয়ার বর্ডারে যে নিষেধাজ্ঞা রয়েছে তাও শিথিল করা হতে পারে।
অ্যাডিলেডের মাঠকেই পিঙ্ক বল টেস্ট খেলার জন্য সব চেয়ে উপযোগী মনে করা হয়। তাই সেখানেই ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে নামতে চাইছে অস্ট্রেলিয়া।
অন্য দিকে, ভারতীয় দল রয়েছে সিডনিতে। সেখানেই তাদের অনুশীলন চলছে। ১৪ দিনের কোয়রান্টিন পর্ব চললেও, তার মাঝে অনুশীলন করার অনুমতি দিয়েছে অস্ট্রেলিয়া।
সেখানেই দেখা যাচ্ছে, ব্যাট হাতে নেমে পড়েছেন চেতেশ্বর পূজারা, ঋদ্ধিমান সাহারা।
TAG : AUSvsIND, Pink Ball Test
KEYWORDS : AUSvsIND, Pink Ball
This News Related By : India.