ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদই বলতে গেলে। অস্ট্রেলিয়ায় আসন্ন সফরে বিরাট কোহলিকে দেখা যাবে শুধু প্রথম টেস্টে খেলতে।
বাবা হচ্ছেন, তাই স্ত্রী অনুষ্কার পাশে থাকবেন বলে তিনটি টেস্ট থেকে ছুটি চেয়েছেন ভারত অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ড সেই ছুটি মঞ্জুরও করে দিয়েছে। শেষ তিনটি টেস্টে অজিঙ্ক রাহানে নেতৃত্ব দেবেন দলকে।
হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু রোহিত শর্মাকে যোগ করা হয়েছে টেস্টের দলের সঙ্গে। এইদিকে ইরফান পাঠান দাবি তুলেছেন, রাহানে নয়, বিরাটের অনুপস্থিতিতে রোহিতকেই অধিনায়ক করা হোক অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে।
ঋদ্ধিমান সাহার চোট কতটা গুরুতর, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। ঋদ্ধি অস্ট্রেলিয়ায় যেতে পারবেন কি না, তা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে বোর্ড। তবে কলকাতা নাইট রাইডার্সের বিস্ময় স্পিনার সি বরুণ ছিটকে গেলেন কাঁধের চোটের জন্য। তাঁর জায়গায় দলে এসেছেন ইয়র্কার বিশেষজ্ঞ টি নটরাজন।
ওয়ানডে দলে কে এল রাহুলের সঙ্গে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে যোগ করা হয়েছে সঞ্জু স্যামসনকে। অর্থাৎ, ঋষভ পন্থ সাদা বলের ক্রিকেট থেকে আপাতত বাদই থাকলেন। চোটের জন্য প্রথমে বাইরে থাকা ইশান্ত শর্মা খেলতে পারবেন টেস্টে।
আজ আইপিএল ফাইনাল শেষ হওয়ার পরে বুধবারই অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছে ভারতীয় দল। কোহলি দলের সঙ্গে যাচ্ছেন কারণ টি-টোয়েন্টি এবং ওয়ানডের পুরো সিরিজটাই তিনি খেলবেন। নতুন বছরের আশেপাশেই তাঁদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে বলে কোহলি এবং অনুষ্কা আশা করছেন।