News

03:00 PM National

India-are-making-four-changes-to-the-Boxing-Day-Test

Rana Sikder

CrickBangla Reporter

অ্যাডিলেড টেস্টে ভরাডুবির পর বক্সিং ডে টেস্টে চারটি পরিবর্তন আনছে ভারত

21 December 2020 , 03:00 PM

অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসের ওই অভিশপ্ত দু’টি ঘণ্টা ভুলতে চায় ভারত। বক্সিং ডে’তে মেলবোর্নে ভারতের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। কিন্তু কাজটা সহজ নয়। একে তো টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোরে আউট হওয়ার পর দল মানসিকভাবে ভেঙে পড়বে। তার উপর আবার অধিনায়ক বিরাট কোহলিকেও এই টেস্টে পাওয়া যাবে না। মরার উপর খাঁড়ার ঘায়ের মতো নেমে এসেছে মোহাম্মদ শামির চোট। অতএব, মেলবোর্নে ঘুরে দাঁড়ানোর জন্য একপ্রকার বাধ্য হয়েই তরুণদের দ্বারস্থ হতে হচ্ছে ভারতীয় দলকে।

শোনা যাচ্ছে, অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসের বিশ্রী পারফরম্যান্সের পর বক্সিং ডে টেস্টে চারটি পরিবর্তন করতে চলেছে ভারত। আর বেশিরভাগ ক্ষেত্রেই সুযোগ দেওয়া হবে তরুণদের। অ্যাডিলেডে খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসছেন অধিনায়ক কোহলি। আবার রোহিত শর্মাকেও তৃতীয় ম্যাচের আগে পাওয়া যাবে না। তাই দ্বিতীয় টেস্টে কোহলির জায়গায় দলে ঢুকে যাচ্ছেন লোকেশ রাহুল। এমনটাই দাবি এক ভারতীয় সংবাদমাধ্যমের। 

অন্যদিকে, প্রথম টেস্টের দুই ইনিংসেই হতাশ করেছেন পৃথ্বী শ’। আইপিএলেও খুব একটা ভাল ফর্মে ছিলেন না তিনি। আসলে সুইংয়ের সামনে তাঁর অসহায়তা অস্ট্রেলিয়ার মাটিতে বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। তাই পৃথ্বীর পরিবর্তে দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে শুভমন গিলের। সম্প্রতি ব্যাট হাতে ভাল ফর্মে আছেন গিল। অস্ট্রেলিয়ায় অনুশীলন ম্যাচগুলিতেও রান পেয়েছেন তিনি। তবে, গিল আর রাহুলের মধ্যে প্রথম টেস্টে কে ওপেন করবেন, আর কে মিডল অর্ডারে খেলবেন, সেটা এখনও জানা যায়নি।

এদিকে, দলের তৃতীয় পরিবর্তনটিও অবশ্যম্ভাবী। দ্বিতীয় টেস্টে চোট লেগে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন শামি। তাই তাঁর বদলে প্রথম একাদশে আসতে পারেন মোহাম্মদ সিরাজ। নবদীপ সাইনিও শামির পরিবর্ত হিসেবে খেলার দাবিদার। কিন্তু সাম্প্রতিক ফর্মের বিচারে সিরাজকেই এগিয়ে রাখছে টিম ম্যানেজমেন্ট। সর্বশেষ পরিবর্তনটি একটু চমকপ্রদ। ফের ঋদ্ধিমান সাহাকে সরিয়ে সুযোগ পেতে পারেন ঋষভ পন্থ। আসলে কিপিং ভাল করলেও ব্যাটে রান পাচ্ছেন না সাহা। 

এদিকে অ্যাডিলেডে লজ্জার মধ্যে একটা জায়গায় সামান্য সুখবর পেয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। সেটা হল আইসিসির র‍্যাঙ্কিং। প্রথম স্থানে থাকা স্মিথের সঙ্গে তাঁর রেটিং পয়েন্টের ফারাক অনেকটাই কমেছে। এই মুহূর্তে শীর্ষে থাকা স্মিথের রেটিং পয়েন্ট ৯১১, অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা কোহলির রেটিং পয়েন্ট ৮৮৮। তৃতীয় স্থানে উইলিয়ামসন। তাঁর রেটিং পয়েন্ট ৮৭৭। চলতি সিরিজে আর খেলবেন না বিরাট। তাই উইলিয়ামসনের কাছে সুবর্ণ সুযোগ আছে, তাঁকে টপকে যাওয়ার। 

TAG : India Tour of Australia, Boxing Day Test
KEYWORDS : India Tour of Austra

This News Related By : India.