প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২১ | ক্রিক বাংলা প্রতিবেদক
প্রথম টেস্টে দাপুটে পাকিস্তানকে দিনের শুরুতেই চেপে ধরে দক্ষিণ আফ্রিকা। গতকাল রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান ২২ রান তুলতেই হারায় ৩ উইকেট। ধুঁকতে থাকা পাকিস্তানকে টেনে তোলেন অধিনায়ক বাবর আজম ও প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলম। দু’জনের অবিচ্ছিন্ন ১২৩ রানের জুটিতে স্বস্তি নিয়ে দিন শেষে করে পাকিস্তান। প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৪৫ রান। বাবর ৭৭ ও ফাওয়াদ অপরাজিত থাকেন ৪২ রানে।
রাওয়ালপিন্ডির উইকেট বরাবরই পেস সহায়ক। সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান-বাংলাদেশ টেস্টে পড়া ৩০ উইকেটের ২০টিই নেন পেসাররা। তবে প্রথম দিনের শুরুতে চমক দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার কেশব মহারাজ।
ওপেনার ইমরান বাটকে (১৫ রানস) ফিরিয়ে ২১ রানে ভাঙেন উদ্বোধনী জুটি। দলীয় ২১ রানেই আজহার আলীকে ফেরান মহারাজ। আরেক ওপেনার আবিদ (৬ রান) আলীকে ফেরান এনরিখ নরতিয়ে। এরপরই ঘুরে দাঁড়ানোর শুরু পাকিস্তানের। প্রথম টেস্টে ব্যর্থ বাবর আজম ফিরলেন সেরা ফর্মে। ফাওয়াদ আলম তার দুর্দান্ত ফর্মটা টেনে আনলেন। দু’জনের সময়ের দাবি মেটানো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় পাকিস্তান।
প্রথম সেশনটা ছিল দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় সেশন পাকিস্তানের। শেষ সেশনে ছিল বৃষ্টির দাপট। চা পানের বিরতির সময় আসতেই বৃষ্টির শুরু। শেষ দুই ঘণ্টা ভেসে গেছে বৃষ্টিতে। সিরিজে ১-০তে এগিয়ে পাকিস্তান। রাওয়ালপিন্ডি টেস্ট ড্র বা জিতলে ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা উপমহাদেশে টেস্ট জেতে না এক দশকেরও বেশি সময় ধরে। এই অঞ্চলে টানা আট টেস্ট হেরেছে প্রোটিয়ারা।
By Crick Bangla