
Rana Sikder
CrickBangla Reporter
টি২০ সিরিজের নায়ক হার্দিক পাণ্ডে খেলতে চান টেস্ট সিরিজে
7 December 2020 , 07:00 PM
টেস্ট সিরিজে তিনি দলে নেই। কিন্তু ওয়ানডে ও টি টোয়েন্টিতে ব্যাটে ঝড় তোলার পরে হার্দিক পাণ্ডের ইচ্ছে অস্ট্রেলিয়ায় আরো কিছুদিন থেকে যাওয়া এবং চার টেস্টের সিরিজে খেলা।
শুধু তিনিই নন, স্যার ডন ব্র্যাডম্যানের দেশে পাণ্ডের বিধ্বংসী ফর্ম দেখার পরে অনেকেই মনে করছেন টেস্ট সিরিজের জন্য পাণ্ডে থেকে যাওয়াই উচিত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাণ্ডে করেন ৯০, ২৮ এবং ৯২ রান। রবিবারের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ৪২ রানে অপরাজিত থেকে দেশকে জেতান এই অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ায় পা রাখার আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলেও পাণ্ডে জ্বলে ওঠেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২৮১ রান করেন তিনি।
এ বার অস্ট্রেলিয়ার মাটিতেই পাণ্ডের ব্যাটিং তাণ্ডব চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, টেস্ট সিরিজে পাণ্ডেকে সুযোগ দেওয়াই উচিত।
এ প্রসঙ্গে সাংবাদিকদের পাণ্ডে বলেছেন, “টেস্ট ক্রিকেটের ধরনধারণ অন্যরকমের। তবে আমি থাকতেই চাই। কিন্তু দিনের শেষে সিদ্ধান্ত তো নিতে হবে ম্যানেজমেন্টকেই। এর বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়।”
দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে তিনি পছন্দই করেন, সে কথাও জানিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের থেকেও দেশের হয়ে খেলার যে চাপ বেশি, তা স্বীকার করে নিয়েছেন এই অলরাউন্ডার। অবশ্য এই চাপই তো পারফরমারদের কাছ থেকে সেরাটা বের করে নেয়।
গত বছর পিঠে অস্ত্রোপচার হয়েছিল পাণ্ডের। তার জন্য দেশের হয়ে নামতে পারেননি তিনি। চলতি বছরের গোড়ায় অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজেও দেখা যায়নি তাঁকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াডেও পাণ্ডেকে রাখেননি নির্বাচকরা। কিন্তু তিনি তো অজিদের বিরুদ্ধে ওয়ানডে ও টি টোয়েন্টিতে রান করে দেখিয়ে দিয়েছেন, তিনি সুস্থ। সংবাদ সম্মেলনেও ইঙ্গিত দিয়েছেন তিনি টেস্টের জন্য দলের সঙ্গে থেকেই যেতে চান। বল এখন ম্যানেজমেন্টের কোর্টে।
TAG : IndianCricket, Hardik Pandya, Test
KEYWORDS : IndianCricket, Hardi
This News Related By : Bangladesh.