তার
আগমণ টা ধুমকেতুর মতো। নিজের অভিষেকের পরের ম্যাচেই সেঞ্চুরি দিয়ে শুরু।
প্রথমে তাকে ধরা হতো মুশফিকুর রহিমের বিকল্প হিসেবে।
কিন্তু না, সময়ের সাথে সাথে
নিজেকে প্রমাণ করেছিলো তামিমের যোগ্য পার্টনার
হিসেবে।সেই সুবাদে জায়গা করে
নিয়েছিলো ২০১৫ বিশ্বকাপ টিমেও। ছিলো ভালো
পারফারম্যান্স ও।
কিন্তু সেই সু'দিন আর বেশিদিন থাকলো না।কাল হয়ে দাঁড়ালো স্কটল্যান্ড এর
বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে হাতে হয়ে যাওয়া ইঞ্জুরি।
হলো স্বপ্ন ভঙ্গ।
এখান
থেকেই শুরু ব্যার্থতার গল্প।
তারপর থেকেই দলে নিজের জায়গা হারিয়েছেন তিনি।
মাঝে মধ্যে দলে আসলেও বারবার
নিজের জাত চেনাতে ব্যার্থ তিনি।
হ্যাঁ,এতক্ষণ বলছিলাম এনামুল হক বিজয়ের কথা।
আজকে এই দিনে,
জন্মগ্রহণ করেন এনামুল হক হাসিব।বিজয় দিবসে জন্ম বলে পরে
অবশ্য নাম হয়ে যায় এনামুল হক হাসিব থেকে এনামুল হক বিজয়।
ইনশাল্লাহ, আশা রাখি খুব শীঘ্রই ফর্মে ফিরে দেশকে হাজারো বিজয়
উপহার দিবেন
তিনি।
শুভ জন্মদিন এনামুল হক বিজয়।
TAG : anamal-hok-bijoy-birthday-celebrations
KEYWORDS : anamal-hok-bijoy-bir
This News Related By : Bangladesh.