
Rana Sikder
CrickBangla Reporter
সব অভিযোগ তুলে নিল হামিজা, তবে কি খবরের শিরোনাম হওয়ার চেষ্টা?
15 January 2021 , 08:00 PM
প্রথমবারের মতো তিন ফরম্যাটে নেতৃত্বের রোমাঞ্চ নিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন বাবর আজম। গত ডিসেম্বরে হওয়া সেই সিরিজে অবশ্য ইনজুরির কারণে কোন ম্যাচ খেলা হয়নি সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের। সেই সময়েই পাকিস্তান অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ করেন হামিজা মুখতার নামে এক নারী।
তিনি দাবি করেছিলেন, গর্ভে সন্তান আসার পর নাকি গর্ভপাত করাতেও তাকে বাধ্য করেছিলেন বাবর। এমনকি মেরে ফেলার হুমকিও বাবরের কাছ থেকে পেয়েছিলেন বলে দাবি করেন হামিজা। শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, বাবরের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়েছেন হামিজা।
পাকিস্তানের সংবাদমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, হামিজা আইনজীবীর সামনে একটি চুক্তিপত্রে সই করছেন। পরে সেই চুক্তির বিস্তারিত পড়ে শোনান সেই আইনজীবী, ‘এই বিবৃতি দেয়াতে আমাকে কোনরকম চাপ প্রয়োগ করা হয়নি।
গত ডিসেম্বরে তোলা সেই অভিযোগে হামিজা নিজেকে বাবরের স্কুল সহপাঠী দাবি করেন। তিনি নাকি বাবরের ক্রিকেটার হয়ে ওঠার সময় আর্থিকভাবে সাহায্য করেছিলেন। মামলা তুলে নিতে বাবরের কাছে দাবি করেছিলেন ৪৫ লাখ পাকিস্তানি রুপি।
বাবর আজম এই বিষয়ে কোন মন্তব্য করেননি। সবকিছুই সামলেছেন পাকিস্তান অধিনায়কের আইনজীবীরা। আগামী ২৬শে জানুয়ারি থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন বাবর আজম।
TAG : Babar Azam, PakistanCricket
KEYWORDS : Babar Azam, Pakistan
This News Related By : Pakistan.