প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২০ | ক্রিক বাংলা প্রতিবেদক
বঙ্গবন্ধু টি২০ কাপের দিনের ১ম ম্যাচের মতই ২য় ম্যাচেও খেলা শেষ হয় শেষ ওভারে।
রোমাঞ্চকর শেষ ওভারের আগ পর্যন্ত সম্পূর্ন ম্যাচ ছিল তামিমের বরিশালের হাতে। কিন্তু ম্যাচের শেষ ওভারে মিরাজের ওভারে পুরা চিত্রই পালটে দেন আরিফুল হক।
১৫৯ রান তাড়া করতে নেমে শেষ ওভারে দরকার ছিল ২২ রান মেহেদি হাসান মিরাজের করা শেষ ওভারের ৫ বলে ৪ ছয় মেরে খুলনাকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন আরিফুল হক।
৩৪ বলে ৪৮ রানের ইনিংস খেলে দলকে জয় ছিনিয়ে দেয় আরিফুল।
সংক্ষিপ্ত বিবরণীঃ
ফরচুন বরিশাল ১৫২-৯, ২০ ওভার (ইমন ৫১, হৃদয় ২৭, অঙ্কন ২১, শহিদুল ৪/১৭, সাকিব ১/১৮)
জেমকন খুলনা ১৫৫-৬, ১৯.৫ ওভার(আরিফুল ৪৮*, জহুরুল ৩১, মাহমুদউল্লাহ ১৭, সাকিব ১৫, তাসকিন ২/৩৩)
জেমকন খুলনা ৪ উইকেটে জয়ী
By Crick Bangla