
Rana Sikder
CrickBangla Reporter
ঢাকাকে উড়িয়ে দিয়ে স্বপ্নের ফাইনালে গাজীগ্রুপ চট্টগ্রাম
15 December 2020 , 11:30 PM
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে উঠেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ারে বেক্সিমকো ঢাকাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে চট্টগ্রাম।
শুরুতে মোস্তাফিজ-শরিফুলের তোপে বেক্সিমকো ঢাকার ইনিংস থেমে যায় ১১৬ রানে। ১১৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.১ বলে মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় চট্টগ্রাম। লিটন দাস ৪০ ও মোহাম্মদ মিঠুন ৩৪ রান করেন। এ জয়ে আগামী শুক্রবার মাহামুদুল্লাহর খুলনার বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে মিঠুনের চট্টগ্রাম।
এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে কৌশল পরিবর্তন করে সাব্বিরের সঙ্গে মুক্তারকে ওপেনিংয়ে পাঠায় ঢাকা। কিন্তু দলীয় ১৯ রানে দুই ওপেনার বিদায় নেন! ৭ বলে ৭ রান করে মুক্তার ও ১১ বলে ১১ রান করে সাব্বির দলকে বিপর্যয়ে ফেলে বিদায় নেন।
দলের নিয়মিত ওপেনার নাঈম শেখ তিন নম্বরে নেমে হয়েছেন ব্যর্থ। ১৭ বলে ১২ রান করে বাঁহাতি স্পিনার রাকিবুলের শিকার তিনি। আগের ম্যাচের অনাকাঙ্খিত ঘটনার কারণে এমনিতেই চাপে ছিলেন মুশফিক। তার মধ্যে কোয়ালিফায়ার ম্যাচের মধ্যে সেই চাপ খানিকটা বেশিই থাকে। এমন পরিস্থিতিতে মুশফিকও ভেঙে পড়লেন।
মোসাদ্দেকের বলে স্কয়ার লেগে খেলতে গিয়ে রাকিবুলের শিকারে পরিণত হন তিনি। যাওয়ার আগে ৩১ বলে ২ চারে ২৫ রানের ইনিংস খেলেন ঢাকা অধিনায়ক। মুশফিকের বিদায়ের পর পুরো টুর্নামেন্ট জুড়ে দলকে টেনে তোলা ইয়াসির আলীকে নিয়ে স্বপ্ন দেখছিল ঢাকা।
কিন্তু দীর্ঘদেহী এই ব্যাটসম্যান গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হয়েছেন। ১ চার ও ১ ছক্কায় ২১ বলে ২৪ রান করে আউট হয়েছেন তিনি। মিডল অর্ডারে নামা আল আমিনের ১৮ বলে ২৫ রানে ঢাকা কোনোরকমে ১০০ পেরিয়ে যায়। শেষ দুই ওভারে প্রত্যাশিত রান না তোলাতে ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১১৬।
চট্টগ্রামের বোলারদের মধ্যে মোস্তাফিজ ৩২ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। শরিফুল ১৭ রানে নেন ২ উইকেট। এছাড়া রাকিবুল, নাহিদুল, সৌম্য ও মোসাদ্দেক একটি করে উইকেট নেন।
TAG : Bangabandhu T-20 Cup, Gazi Group Chittagong
KEYWORDS : Bangabandhu T-20 Cup
This News Related By : Bangladesh.