
Rana Sikder
CrickBangla Reporter
কোহলিদের ব্যাথার সমব্যথী গাভাস্কারও! স্মরণ করলেন ৪৬ বছর আগের স্মৃতি
21 December 2020 , 07:00 PM
সাল ১৯৭৪, ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ফলো-অনে পড়েন সুনীল গাভাস্কাররা। লর্ডসে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৪২ রানে গুটিয়ে গিয়েছিল দলটি। যা এতদিন ছিল টিম ইন্ডিয়ার টেস্টে সর্বনিম্ন দলীয় রানের লজ্জার রেকর্ড।
তবে ৪৬ বছর আগে তাদের করা বিব্রতকর সেই রেকর্ড থেকে মুক্তি দিয়েছেন এই প্রজন্মের বিরাট কোহলির দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে মাত্র ৩৬ রানে অল আউট হয়ে সর্বনিম্ন রানের লজ্জার নয়া রেকর্ড জায়গা করে নিয়েছেন তারা।
এমন পরিস্থিতিতে দলের পাশে দাঁড়িয়েছেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।
এত দিন বয়ে বেড়ানো নিজেদের সেই ব্যাথা কিছুটা হলেও উত্তরসূরিদের দেখে অনুভব করতে পারছেন তিনি। সমব্যথী গাভাস্কার অস্ট্রেলিয়ার বোলারদের কৃতিত্বও ছোট করে দেখেননি। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বোলিংকে কৃতিত্ব দিতে হবে, তারা ছিল দুর্দান্ত। ভারতীয়দের প্রচেষ্টায় কোনো ঘাটতি দেখিনি আমি।’
গাভাস্কার নিজেদের লজ্জার স্মৃতি মনে করে বলেন, ‘১৯৭৪ এ এমনই হয়েছিল। লর্ডসে ওভারকাস্ট কন্ডিশনে বল এদিক-সেদিক সুইং করছিল। আমাদের কেউই বাজে শট খেলেনি। আমরা সবাই এলবিডব্লিউ ও কট বিহাইন্ড হয়েছিলাম। এই কোয়ালিটির বোলিং ও এমন লাইন লেংথের বলের মুখোমুখি হলে, রান নেওয়া খুবই কঠিন। অ্যাডিলেডে সেটাই হয়েছে।’
অস্ট্রেলিয়ায় ভারতের খেলা প্রথম দিবা-রাত্রির টেস্টে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের বোলিংয়ে মাত্র ৩৬ রানেই গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে এগিয়ে থেকেও মাত্র ৯০ রানের লক্ষ্য দিতে পারে সফরকারীরা। যা অনায়াসে অস্ট্রেলিয়া তাড়া করে ৮ উইকেট হাতে রেখে।
TAG : India Tour of Australia, Adelaide Test
KEYWORDS : India Tour of Austra
This News Related By : India.