হাফিজের কাছে জাতীয় দল থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেশি গুরুত্বপূর্ণ, বলছেন রমিজ রাজা

author name
রিপোর্টটি লিখেছেন :Rana Sikder
০২-০২-২০২১
Feature Image

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে খেলেছেন দুর্দান্ত দুটি ইনিংস। একটিতে করেছেন ৫৭ বলে অপরাজিত ৯৯ রান এবং অন্য ম্যাচে করেন ২৯ বলে ৪১ রান। তবুও ৪০ বছর বয়সী এই ব্যাটসম্যানের জায়গা হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজের দলে। চলমান আবুধাবি টি-টেন লীগ শেষ করে ৫ই ফেব্রুয়ারি দেশে ফিরে দলের সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন হাফিজ। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়েছিল জাতীয় দলের ক্যাম্পে হাফিজ যোগ দিক ৩রা ফেব্রুয়ারি। কেননা ওই দিনই টি-টোয়েন্টি স্কোয়াডের ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়বেন। বোর্ডের সঙ্গে মতের অমিলের কারণে কাটা পড়ে হাফিজের নাম।

প্রায় ১৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হাফিজ জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বলে মত পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজার। জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ হাফিজকে স্বার্থপর বলতেও দ্বিধা করেননি।

টেস্ট ও ওয়ানডেতে অবসর নিলেও এখনো পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে খেলছেন হাফিজ। সর্বশেষ তিন টি-টোয়েন্টি সিরিজের দুটিতেই পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক এই ডানহাতি ব্যাটসম্যান। টি-টেন লীগ ছেড়ে সময়মতো জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে অপরাগতা প্রকাশ করায় হাফিজকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘আন্তর্জাতিক সিরিজের আগে বায়ো বাবলে থাকাটা বর্তমান সময়ের জন্য স্বাভাবিক ব্যাপার। ব্যাটসম্যান আসিফ আলীও টি-টেন লীগে খেলছে। সে তো সময়মতোই দেশে ফেরার কথা জানিয়েছে। কিন্তু মোহাম্মদ হাফিজ ব্যতিক্রম। কারণ সে তার চুক্তি সময়ের আগে শেষ করতে চায়নি।’

বিগ ব্যাশ লীগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলছিলেন হারিস রউফ। টেস্ট স্কোয়াডে ডাক পাওয়ায় দেশে ফিরে আসেন এই পেসার। হারিস রউফের উদাহরণ টেনে হাফিজকে ধুয়ে দেন রমিজ, ‘হারিসের দিকে তাকান। সে বিগ ব্যাশ ছেড়ে টেস্ট দলে যোগ দিয়েছে। জাতীয় দলকে প্রাধান্য দেয়াটাই একজন ক্রিকেটারের জন্য স্বাভাবিক ব্যাপার। কেউ যদি ফ্র্যাঞ্চাইজি লীগের জন্য জাতীয় দলকে গুরুত্ব না দেয় তাহলে বুঝে নিতে হবে সে সঠিক পথে নেই। এরকম স্বার্থপরদের (দলে) না ফেরানোটাই হবে সঠিক সিদ্ধান্ত।’