অপেক্ষার পালা ফুরালো, অবশেষে হাজার উইকেটের মাইলফলক সাকিবের

author name
রিপোর্টটি লিখেছেন :Rana Sikder
২৪-০৫-২০২১
Feature Image

সাকিব আল হাসান মাইলফলকটা ছুঁতে পারতেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেঅন্য কোনো মাঠও হতে পারত সাকিবের হাজারতম উইকেটের সাক্ষী হতেকিন্তু সাকিব ১০০০তম উইকেটটি পেলেন সেই শেরেবাংলায়, যেই মাঠ তাঁকে সবচেয়ে বেশি উইকেট উপহার দিয়েছে

চার মাস আগে এই শেরেবাংলাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দ্বিতীয় ওয়ানডের ২ উইকেট সাকিবকে পৌঁছে দিয়েছিল মাইলফলকটির হাত ছোঁয়া দূরত্বেপ্রথম শ্রেণি, লিস্ট ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে ৯৯৭ উইকেট নিয়ে চট্টগ্রামের বিমানে উঠেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডারকিন্তু এক ওয়ানডে ও আধখান টেস্ট খেলে সাকিব কোনো উইকেটই পেলেন নাউল্টো চোটে পড়ে খেলা হলো না মিরপুরের দ্বিতীয় টেস্টটাএরপর সন্তানের জন্মক্ষণে স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রে, তাই যাওয়া হলো না নিউজিল্যান্ড সফরে

মাইলফলকটা তাহলে আইপিএলেই ছুঁচ্ছেন সাকিব! সেখানেও হলো নাকলকাতা নাইট রাইডার্সের প্রথম তিন ম্যাচে পাওয়া ২ উইকেট সাকিবকে বসিয়ে রাখলো ৯৯৯-সেই অপেক্ষার পালা ফুরালো গতকাল

মিরপুরে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কুশল মেন্ডিসকে আউট করে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে স্বীকৃত ক্রিকেটে ১০০০তম উইকেট পেলেন সাকিব আল হাসানতিন সংস্করণের স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে যে কীর্তি প্রথম গড়েছেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক (১১৪৫ উইকেট)