প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২০ | ক্রিক বাংলা প্রতিবেদক
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে চলছে লকডাউন। স্থানীয় সরকার আগামী ৯ই জানুয়ারি পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রবেশাধিকার নেই কারোরই। অস্ট্রেলিয়ার দক্ষিণের রাজ্যটিতে করোনার সংক্রমণ কিছুটা বেড়েছে। তাই ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার।
দেশটির শীর্ষ সংবাদমাধ্যম হেরাল্ড সান জানিয়েছে, ‘সিডনির বদলে মেলবোর্নে হবে তৃতীয় টেস্ট। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আনুষ্ঠানিক ঘোষণাই কেবল বাকি।’
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) গত ২৬শে ডিসেম্বর গড়িয়েছে বক্সিং ডে টেস্ট। টানা দ্বিতীয় টেস্টের আয়োজক হতে চলেছে এমসিজি।
৭ই জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত তৃতীয় টেস্ট। অস্ট্রেলিয়ার আরেকটি শীর্ষ সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট ব্রিসবেন থেকে সরিয়ে সিডনিতে আয়োজন করা হতে পারে। ব্রিসবেনের গ্যাবায় ১৫ই জানুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে চতুর্থ টেস্ট।
By Crick Bangla