
Rana Sikder
CrickBangla Reporter
সাইফুদ্দিনের ইনজুরিতে রাজশাহী শিবিরে শঙ্কা
22 November 2020 , 04:00 PM
আর একদিন পরই শুরু পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। তার আগে ইনজুরিতে রাজশাহীর অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।
শনিবার অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে হ্যামেস্ট্রিংয়ে চোট পান তিনি।
সাইফ উদ্দিনের ইনজুরি কতটা গুরুতর সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মিনিস্টার গ্রুপ রাজশাহী।
প্লেয়ার ড্রাফটে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ভেড়ানোর সুযোগ পেয়েছিল রাজশাহী। তবে দলটির পছন্দের তালিকায় সবার উপরে ছিল অলরাউন্ডার সাইফুদ্দিন।
প্রথম সুযোগে তাই মাহমুদুল্লাহর বদলে সাইফুদ্দিনকে দলে ভেড়ায় পদ্মা পাড়ের দলটি।
শনিবারের অনুশীলন শেষে সাইফুদ্দিনকে ক্রাচে ভর করে টিম বাসে উঠতে দেখা যায়। আর তাতেই রাজশাহী শিবিরে শঙ্কার কালো মেঘ।
দলটির পরিকল্পনার বড় অংশ জুড়ে থাকা সাইফুদ্দিনকে আগামীকাল উদ্বোধনী ম্যাচে পাওয়া নিয়ে রয়েছে সংশয়। সে ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ ঢাকা।
এক নজরে রাজশাহী স্কোয়াড:
মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল হক ঈমন, রেজাউর রহমান, রাকিবুল হাসান, জাকের আলি অনিক, মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম।
TAG : Bangabandhu T-20 Cup, Minister Group Rajshahi
KEYWORDS : Bangabandhu T-20 Cup
This News Related By : Bangladesh.