News

10:31 PM player

Fawad-Alam-made-an-unique-record-in-test

Rana Sikder

CrickBangla Reporter

ছন্দে থাকা ফাওয়াদ আলমের টেস্টে অনন্য রেকর্ড

23 August 2021 , 10:31 PM

১১ বছর পর ২০২০ সালে টেস্টে প্রত্যাবর্তন ফাওয়াদ আলমেরএরপর থেকে দারুণ ছন্দে এই পাকিস্তানি ব্যাটসম্যানএকের পর এক সেঞ্চুরিতে রেকর্ডের পাতায় ফাওয়াদওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তুলে নিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিভেঙেছেন চেতশ্বর পূজারার রেকর্ড

২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ফাওয়াদের টেস্ট অভিষেকপ্রথম ইনিংসে করেন ১৬ রানদ্বিতীয় ইনিংসেই করেছিলেন ১৬৮ রানপরের দুইটি ম্যাচের চার ইনিংসে করেন যথাক্রমে ১৬, ১৬, ২৯ ও ৫ রান

তারপরে স্কোয়াড থেকে সেই যে বাদ পড়েন আর সুযোগই পাচ্ছিলেন না। অবশেষে ১১ বছর পরে ২০২০ সালে আবার সুযোগ পান এই বাঁহাতি ব্যাটসম্যান। শুরুতেই আবার হতাশ করেন। প্রত্যাবর্তনের ইনিংসে ০ রানে আউট হন। পরের তিন ইনিংস করেন যথাক্রমে ২১, অপরাজিত ০ ও ৯ রান। তবে এবার তার ওপর ভরসা রাখে দল এবং সেই ভরসার প্রতিদানও এখন দিচ্ছেন ফাওয়াদ। দীর্ঘদিন পরে দলে ফিরে তৃতীয় অর্থাৎ ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে আবার সেঞ্চুরি পেয়ে যান ফাওয়াদ। নিউজিল্যান্ড সফরে খেলেন ১০২ রানের ইনিংস। পরের দুই সিরিজেই দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন যথাক্রমে ১০৯ ও ১৪০ রানের ইনিংস। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করলেন অপরাজিত ১২৪ রান। টানা ৪টি টেস্ট সিরিজে হাঁকালেন ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান।

ইনিংস বিবেচনায় এশিয়ান ক্রিকেটারদের মধ্যে দ্রুততম টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ সেঞ্চুরি হাঁকানোর তালিকায় শীর্ষে বসেছেন ফাওয়াদ। পাঁচটি সেঞ্চুরি হাঁকাতে তিনি খেললেন ২২টি ইনিংস। এতদিন এই রেকর্ড ছিল পূজারার, তিনি ২৪ ইনিংসে প্রথম পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। পূজারার আগে দুই ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী ও সুনীল গাভাস্কার ২৫ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংস খেলে ২২ ইনিংসে ফাওয়াদের মোট সংগ্রহ ৮৯৫ রান। ব্যাটিং গড় ৪৭.১১। রেকর্ড গড়ার ইনিংসে ফাওয়াদ ২১৩ বলে ১২৪ রানে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে আসে ১৭টি চার।

TAG : Fawad Alam, Pakistan, Test, Record
KEYWORDS : Fawad Alam, Test

This News Related By : Pakistan.