অভিজ্ঞ অস্ট্রেলিয়া নাকি তারুণ্যনির্ভর শ্রীলঙ্কা? কে যাচ্ছে আজ এগিয়ে?

author name
রিপোর্টটি লিখেছেন :Rana Sikder
২৮-১০-২০২১
Feature Image

দুই দলই জয় দিয়ে শুরু করেছে এবারের বিশ্বকাপটি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ওয়ানএ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে আজদুবাইয়ে দিনের একমাত্র ম্যাচটি শুরু হবে রাত ৮টায়টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ওয়ানকে মৃত্যুকূপ বলা যায়গ্রুপের ছয়টিই আইসিসির পূর্ণ সদস্য টেস্ট খেলুড়ে দেশ  আজ যে দলই জয় পাবে সেমিফাইনালের পর্থে তারা এগিয়ে যাবে অনেকটাই

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায় অস্ট্রেলিয়াআর বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে সুপার টুয়েলভ পর্ব শুরু করে শ্রীলঙ্কাদুই দলই জয় পায় রান তাড়া করেএর মধ্যে শারজায় বাংলাদেশের বিপক্ষে ১৭১ রান তাড়া করে জয় পায় লঙ্কানরাঅর্ধশতক হাঁকান দুই লঙ্কান তরুণ ব্যাটার চারিথ আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকশেঅন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ে ছিল বোলারদের অবদানপেসার জশ হ্যাজলউড, মিচল স্টার্ক ও স্পিনার অ্যাডাম জ্যাম্পা, গ্লেন ম্যাক্সওয়েলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৮/৯ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে প্রোটিয়ারাজবাবে স্বস্তি ছিল না অজিদেরওশেষ পর্যন্ত দুই বল বাকি থাকতে পাঁচ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া 

অজিদের চিন্তাটা তাদের দুই ওপেনারকে নিয়েফর্মে নেই অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারআর শুরুতে লঙ্কান ফাস্ট বোলার লাহিরু কুমারার ১৫০ কিমি বেগের তোপ সামলাতে হবে তাদের।  লঙ্কানদের স্পিন শক্তি আরো বাড়ছেইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেননি লঙ্কানদের ইনফর্ম অফস্পিনার মহেশ থিকশানাআন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ ম্যাচে ৯ উইকেট নেয়া ২১ বছর বয়সী স্পিনার আজ ফিরছেন লঙ্কান দলে

কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন, অপরিবর্তিত একাদশ নিয়েই আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া।