ভারতের পেস আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করলো ইংল্যান্ড। ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই ১৮৩ রানে গুটিয়ে গেছে জো রুটের দল। জবাবে বিনা উইকেটে ২১ রান তুলেছে ভারত।
নটিনহ্যামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক জো রুট। তবে শুরু থেকে দাপট দেখাতে শুরু করেন ভারতীয় বোলাররা। প্রথম ওভারের ৫ম বলে রোরি বার্নসকে শূন্য হাতে ফিরিয়ে শুভ সূচনা করেন যশপ্রীত বুমরাহ। দ্বিতীয় উইকেটে জ্যাক ক্রলি ও ডম সিবলি প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও জুটি ভেঙ্গে দেন মোহাম্মদ সিরাজ। ভারতীয় পেসারের বল খেলতে গিয়ে ঋষভ পন্তের তালুবন্দি হন ২৭ রান করা ক্রলি। ২ উইকেট হারিয়ে ৬১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ইংল্যান্ড। দ্বিতীয় সেশনের শুরুতেই আরেকটি উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।
মোহাম্মদ শামিকে ফ্লিক করতে গিয়ে শর্ট মিডউইকেট ক্যাচ হন সিবলি। ফেরার আগে ১৮ রান করেন তিনি। ৬৬ রানে ৩ উইকেট নেই ইংল্যান্ডের। এরপর জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৭২ রান যোগ করেন অধিনায়ক জো রুট।
দ্বিতীয় সেশনের শেষ ওভারে জুটি ভাঙেন শামি। জনি বেয়ারস্টোকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। ৪ উইকেটে ১৩৮ রান নিয়ে চা বিরতিতে যাওয়া ইংল্যান্ড তৃতীয় সেশনে আর দাঁড়াতে পারেনি। মাত্র ৪৫ রান যোগ করতে হারায় বাকি ৬ উইকেট। শেষদিকে স্যাম কুরান অপরাজিত ২৭ রান করলে ইংল্যন্ডের ইনিংস শেষ হয় ১৮৩ রানে।
বল হাতে সবচেয়ে সফল বুমরাহ। ৪৬ রানে ৪ উইকেট নেন এই পেসার। ২৮ রানে ৩ উইকেট নেন শামি। ২টি উইকেট নেন শার্দুল। সিরাজের ঝুলিতে যায় একটি উইকেট। প্রথম দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ২১ রান করে ভারত।
TAG : England, Nottingham Test, India, Cricket
KEYWORDS : England, Test, India
This News Related By : England.