চেন্নাই টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে বিশাল জয় ইংল্যান্ডের

author name
রিপোর্টটি লিখেছেন :Rana Sikder
০৯-০২-২০২১
Feature Image

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ ভারতের। চেন্নাইয়ে ভারতকে ২২৭ রানের বিরাট ব্যবধানে হারিয়ে চার টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেলো সফরকারীরা।

ঞ্চম দিনে জোফরা আর্চারের বলে জসপ্রিত বুমরাহ আউট হলে শেষ হয় ভারতের ইনিংস। ৪২০ রান তাড়া করে ১৯২ রানে গুটিয়ে যায় ভারত। স্বাগতিকদের পাঁচ ব্যাটসম্যান দুই অংকের রানে পৌঁছাতে সমর্থ্য হন। ফিফটি করেন দুই জন। বিরাট কোহলি সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন। শুভমন গিল ঝড়ো ফিফটি করেন।
মঙ্গলবার পঞ্চম দিনের শুরুতেই ১১০ রানে পাঁচ উইকেট হারায় ভারত। জেমস অ্যান্ডারসনের গতি ও সুইংয়ের সামনে অসহায় আত্মসমপর্ণ ভারতীয় টপ-অর্ডারের।

লাঞ্চের আগে দলীয় ১১৭ রানে ৬ষ্ঠ উইকেট হারায় ভারত।

এক উইকেটে ৩৯ রান নিয়ে মঙ্গলবার দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। কিন্তু শুরু থেকেই শুভমন গিল আক্রমণাত্মক ব্যাটিং করলেও ব্যক্তিগত স্কোরের সঙ্গে মাত্র তিন রান যোগ করে ক্রিজ ছাড়েন চেতেশ্বর পূজারা। ১৫ রানে জ্যাক লিচের উইকেটে পরিণত হন তিনি। তৃতীয় উইকেটে গিলের সঙ্গে ৩৪ রানের পার্টনারশিপ গড়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন ক্যাপ্টেন কোহলি। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পূর্ণ করে মাঠ ছাড়েন শুভমন। অ্যান্ডারসনের ইনসুইং ডেলিভারি ভারতীয় উইকেটরক্ষকের স্টাম্প ছিটকে দেয়।
এরপর কোহলিকে সঙ্গ দিতে ক্রিজে আসেন সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। ৩ বল খেলে কোনো রান ছাড়াই ক্রিজ ছাড়েন তিনি। অ্যান্ডারসনের দুরন্ত ডেলিভারি রাহানের অফ স্টাম্প নড়িয়ে দেয়।

প্রথম ইনিংসের সর্বোচ্চ রানের মালিক ঋষভ পান্ত মাত্র ১১ রান করে অ্যান্ডাসনের বলে আউট হন। প্রথম ইনিংসে ৮৫ রানের দুরন্ত ইনিংস খেলা ওয়াশিংটন সুন্দরকে ফেরান ডম বেস। শূন্য রানে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হন সুন্দর। ৪৬ বল খেলে ৯ রান করে জ্যাক লিসের বলে আউট হয়ে ক্রিজ থেকে বিদায় নেন রবিচন্দ্রন অশি^ন। শূন্য রানে ফেরেন শাহবাজ নাদিম, বুমরাহ করেন ৪ রান। ৫ রান নিয়ে অপরাজিত থাকেন ঈশান্ত শর্মা।


দুর্দান্ত ডাবল শতক করে ম্যাচসেরা হয়েছেন জো রুট। ইংল্যান্ডের পক্ষে চার উইকেট নেন জ্যাক লিচ, তিন উইকেট পান জেমস অ্যান্ডারসন। একটি করে উইকেট নেন জোফরা আর্চার, ডম বেস ও বেন স্টোকস।

প্রথম ইনংসে ইংল্যান্ডের ৫৭৮ রান তাড়া করতে নেমে ৩৩৭ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলাররা জো রুটদের ১৭৮ রানে দমিয়ে রাখে। কিন্তু প্রথম ইনিংসে ২৪১ রানে এগিয়ে থাকায় বিরাটদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২০ রান।