News

11:00 PM National

England-caught-the-country's-flight-leaving-the-tour-unfinished

Rana Sikder

CrickBangla Reporter

সফর অসমাপ্ত রেখেই দেশের বিমান ধরল ইংল্যান্ড

7 December 2020 , 11:00 PM

ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরের শুরু থেকেই চোখ রাঙাচ্ছিল করোনা ভাইরাস। টি-টোয়েন্টি সিরিজের আগে করোনায় আক্রান্ত হন একাধিক প্রোটিয়া ক্রিকেটার।

যদিও নির্বিঘ্নেই শেষ হয় টি-টোয়েন্টি সিরিজ। তবে ওয়ানডে সিরিজে ঠিকই থাবা বসালো করোনা। স্থগিত হয়ে গেল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সফর অসমাপ্ত রেখেই বৃহস্পতিবার ইংল্যান্ডের বিমান ধরবে এউইন মরগানের দল।

গত শুক্রবার কেপটাউনে মাঠে গড়ানোর কথা ছিল প্রথম ওয়ানডে। একজন প্রোটিয়া ক্রিকেটার কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় শুরুর একঘণ্টা আগে স্থগিত হয়ে যায় ম্যাচটি। সেদিনই সিদ্ধান্ত হয় পার্লে রোববার হবে স্থগিত হওয়া প্রথম ওয়ানডে।


দু’দলের কোন ক্রিকেটার করোনায় আক্রান্ত না হলেও প্রথম ওয়ানডে বাতিলের কারণ, ক্রিকেটারদের সঙ্গে কাজ করা দুই হোটেল কর্মীর দেহে পাওয়া যায় করোনা ভাইরাসের উপস্থিতি। সোমবার কেপ টাউনে হওয়ার কথা ছিল দ্বিতীয় ওয়ানডে।

প্রথমে ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। পরে ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে ওয়ানডে সিরিজ স্থগিতের সিদ্ধান্তের কথা যৌথ বিবৃতিতে জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

করোনার কারণে মাঝপথে সিরিজ স্থগিতের ঘটনা এটাই প্রথম। স্থগিত সিরিজটি পরে সুবিধাজনক সময়ে আয়োজনের কথাও বিবৃতি জানায় দুই বোর্ড।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই করোনা পরবর্তী ক্রিকেটে ফেরে দক্ষিণ আফ্রিকা। তবে ফেরাটা সুখকর হয়নি প্রোটিয়াদের। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয় স্বাগতিকরা।

TAG : South Africa tour of England, Corona
KEYWORDS : South Africa tour of

This News Related By : England.