অস্ট্রেলিয়া সফরের শেষটা ভাল হয়নি ভারতের। কোয়ারেন্টিন নিয়ে জটিলতা, অস্ট্রেলিয়া সমর্থকদের বর্ণবাদী আচরণ নিয়ে আলোচিত ছিল অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজের শেষাংশ। তবে দেশে ফিরে গুরুতর অভিযোগ করেছেন রবিচন্দন অশ্বিন। তার দাবি, সিডনি টেস্ট চলাকালীন ভারতীয় ক্রিকেটারদের লিফট ব্যবহারে কড়াকড়ি আরোপ করে অস্ট্রেলীয়রা। স্বাগতিক ক্রিকেটারদের সঙ্গে লিফট ভাগাভাগি করতে দেয়া হয়নি অজিঙ্কা রাহানের দলকে।
অ্যাডিলেডে বাজভাবে হারের পর মেলবোর্ন টেস্ট জিতে ঘুরে দাঁড়ায় ভারত। তৃতীয় টেস্টের ভেন্যু ছিল সিডনি। সেখানকার অভিজ্ঞতা নিজের ইউটিউব চ্যানেলে বলছিলেন অশ্বিন, ‘আমরা সিডনি পৌঁছানোর পরই কঠোর সব নিষেধাজ্ঞা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। কার্যত বন্দি করে ফেলা হয় আমাদের।
মর্যাদার বোর্ডার-গাভাস্কার ট্রফি জয় দিয়ে শুরু করেছিল অস্ট্রেলিয়া। ভারত মেলবোর্ন টেস্ট জিতে সিরিজে সমতা ফিরতেই পাল্টে যেতে শুরু করে অস্ট্রেলীয়দের আচরণ। অশ্বিন বলেন, ‘অস্ট্রেলিয়ায় যখন আমরা এসেছিলাম তখন কিন্তু বলা হয়েছিল; আমরা আইপিএলের জৈব সুরক্ষা বলয়ে থেকে এসেছি। তাই খুব কঠোর কোয়ারেন্টিনে থাকতে হবে না। ১৪ দিনের কোয়ারেন্টিনের পরে আমরা কফি পান করতে যেতে পারি, সিনেমা দেখতে যেতে পারি, বাইরে যাওয়ার উপরে কোনও নিষেধাজ্ঞা ছিল না। সে রকমই আমাদের বলা হয়েছিল। কিন্তু সিরিজ ১-১ হতেই সব কিছু পাল্টে গেল। তখনই আমাদের বলে দেওয়া হল, হোটেলের ঘর থেকে নড়াচড়া করা যাবে না। অনন্তকাল ধরে কী করে হোটেলের ঘরে বন্দি থাকা সম্ভব? আমি অস্ট্রেলিয়াতে পরিবার নিয়ে গিয়েছিলাম। আমার বাচ্চারা কান ঝালাপালা করে দিচ্ছিল বাইরে বেরোবে বলে। সেই সময়টা সত্যিই খুব কঠিন ছিল আমাদের জন্য।’
সব প্রতিকূলতা ছাপিয়ে চোট জর্জর ভারতীয় দল ব্রিসবেন টেস্ট দুর্দান্তভাবে জিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের কাছেই রেখে দেয়।