গত মঙ্গলবার রাতে জেমকন খুলনা-গাজী গ্রুপ চট্টগ্রামের ম্যাচে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল মিরপুরের আকাশ।
ফ্লাডলাইটের আলোতেও মাঠে বল দেখতে সমস্যা হচ্ছিল ক্রিকেটারদের।
বাংলা বছরের চলমান অগ্রহায়ণ মাস শেষের পথে। তাই প্রত্যাশামতো কুয়াশার মাত্রাটাও বেড়েছে প্রকৃতিতে। সন্ধ্যা হলেই পুরো দেশ কুয়াশার চাদরে ঢেকে যায়।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় বঙ্গবন্ধু টি-২০ কাপের ম্যাচের সময় পরিবর্তন করেছে বিসিবি।
দিনের প্রথম ম্যাচটি দেড়টার পরিবর্তে সাড়ে ১২টায় শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে সাড়ে ৫টায় শুরু হবে।
বৃহস্পতিবার থেকেই নতুন এই সময় সূচি কার্যকর হবে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে জেমকন খুলনা।
পরের ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিরুদ্ধে লড়বে ফরচুন বরিশাল।
লিগ পর্বের ম্যাচগুলো এইভাবেই প্রতিদিন প্রথম ম্যাচ দুপুর সাড়ে ১২টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৫টায় শুরু হবে। ১
৪ ডিসেম্বর মাঠে গড়াবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ।
এলিমিনেটর ম্যাচও শুরু হবে একই সময়ে ঠিক দুপুর সাড়ে ১২টায় এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচ সন্ধ্যা সাড়ে ৫টায়।
তবে ১৫ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার ও ১৮ ডিসেম্বর ফাইনাল শুরু হবে বিকাল সাড়ে ৪টায়।