
Rana Sikder
CrickBangla Reporter
ভারতীয় দলে অস্বস্তি, টেস্ট সিরিজে অনিশ্চিত ইশান্ত-জাদেজা
13 December 2020 , 07:00 PM
তৃতীয় টেস্টে রোহিত শর্মা ফিরছেন। কিন্তু ইশান্ত শর্মা এখনও অনিশ্চিত। প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজার খেলা নিয়েও সংশয় আছে। তাই ঝুঁকি না নিয়ে সীমিত ওভারের স্পেশ্যালিস্ট তিন তারকাকে টেস্ট সিরিজ শেষ হওয়া পর্যন্ত দলের সঙ্গেই থাকার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই। এই তিন তারকা হলেন টি নটরাজন, শার্দূল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর। এমনটাই দাবি মুম্বইয়ের বিশ্বস্ত সংবাদমাধ্যমের।
বিসিসিআই জানিয়েছে, কোয়ারেন্টাইনের ১৪ দিন পর চিকিৎসকরা ছাড়পত্র দিলে তবে খেলতে পারবেন রোহিত। দলে ফিরতে পারেন ৭ জানুয়ারি শুরু হওয়া তৃতীয় টেস্ট থেকে। ইশান্ত শর্মার ফিটনেস নিয়ে এখনও তেমন কোনও খবর নেই। জাদেজার প্রথম টেস্টে খেলা নিয়েও তেমন কোনও সুসংবাদ বোর্ড শোনাতে পারেনি।
তাই ব্যাক আপ হিসেবে সীমিত ওভারের তারকাদের অস্ট্রেলিয়ায় থেকে যেতে নির্দেশ দিয়েছে বিসিসিআই। যে তিনজনকে থাকতে বলা হয়েছে, তাঁদের মধ্যে নটরাজন টি-২০ সিরিজে স্বপ্নের মতো অভিষেক করেছেন। রিজার্ভ বোলার হিসেবে টেস্টে এমনিও থাকার কথা ছিল তাঁর। সেই সঙ্গে শার্দূল ঠাকুরও থাকছেন।
শার্দূল এর আগে ২০১৮ সালে জাতীয় দলের হয়ে একটি টেস্ট খেলেছেন। আর থাকছেন ওয়াশিংটন সুন্দর। যিনি কিনা টি-টোয়েন্টিতে নিয়মিত খেলেন। তবে, এদের কাউকেই সম্ভবত এখনই দলে নেওয়া হচ্ছে না।
এদিকে, এঁরা বাদে বাকি সীমিত ওভারের দলের তারকারা ভারতে ফিরে গেছেন।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রথম দলেও একটি পরিবর্তন হয়েছে। ওয়ার্নারের পরিবর্তে ভিক্টোরিয়ার মার্কস হ্যারিসকে দলে নিয়েছে অজিরা। কনকাশনের জন্য ছিটকে গিয়েছেন উইল পুভস্কি। তরুণ এই ব্যাটসম্যান ফিরতে পারেন বক্সিং ডে টেস্টে।
এদিকে, সিরিজ শুরুর আগে প্রথম ম্যাচে ভারতের প্রথম একাদশে কারা থাকবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিরাট ৬ ব্যাটসম্যান নিয়ে খেলবেন, নাকি ৫ ব্যাটসম্যানের সঙ্গে অশ্বিন বা জাদেজার মতো কাউকে খেলানো হবে সেটা স্পষ্ট নয়। ওপেনিং স্লটের জন্য লোকেশ রাহুল এবং শুভমন গিলকে লড়তে হবে। মায়াঙ্ক আগরওয়াল হবেন দ্বিতীয় ওপেনার। উইকেট রক্ষক হিসেবে খেলবেন ঋদ্ধিমান সাহাই।
TAG : Australia tour of India, Test Championship
KEYWORDS : Australia tour of In
This News Related By : India.