অ্যাডিলেডে প্রথম টেস্টে নামার আগে নয়া আশঙ্কা অস্ট্রেলিয়া শিবিরে। বৃহস্পতিবার স্টিভ স্মিথের খেলা নিয়ে এবার রীতিমতো সংশয় তৈরি হয়ে গেল।
মঙ্গলবার অনুশীলন করতে গিয়ে হঠাত করেই অস্বস্তি বোধ করা শুরু করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।
মাত্র দশ মিনিট ফিল্ডিং করার পরই উঠে যান তিনি। নেটে ব্যাটিং প্র্যাকটিসও করেননি। যা নিয়ে অজি শিবিরে আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে এসেছে।
চার ম্যাচের টেস্ট সিরিজের আগে এমনিতেই অজি শিবির যেন মিনি হাসপাতালে পরিণত হয়েছে। দলের অন্যতম নির্ভরযোগ্য তারকা ডেভিড ওয়ার্নার প্রথম টেস্টে খেলছেন না।
তরুণ ওপেনার পুভস্কিও চোটের জন্য ছিটকে গিয়েছেন। অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনেরও একই অবস্থা। এরপর যদি স্মিথকে নিয়ে কোনও সংশয় দেখা যায় তাহলে যে অজিরা রীতিমতো বিপদে পড়ে যাবেন, তাতে কোনও সংশয় নেই।