কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা আর নেই

author name
রিপোর্টটি লিখেছেন :ShahaDat
২৫-১১-২০২০
Feature Image

ডিয়াগো ম্যারাডোনা মাত্র ৬০ বছর বছর এ হৃদরোগে আক্রান্ত হয়ে আজ মারা গেছেন।

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা নিজ বাড়িতেই মারা গেলেন, তাঁর আইনজীবী জানিয়েছেন, মস্তিষ্কের রক্ত  জমাট বাঁধার অস্ত্রোপচারের মাত্র দুই সপ্তাহ পরে আজ মারা গেলেন।

সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা  , ফুটবল থেকে তার জীবন সমানভাবে কুখ্যাত ছিল - ড্রাগ এবং অ্যালকোহলের আসক্তি ছিলেন।


১৯৮৬ সালে ম্যারাডোনা আর্জেন্টিনার  বিশ্বকাপ জিতেছিল, ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে ছিটকে একটি ম্যাচেই তাকে বিখ্যাত 'হ্যান্ড অফ গড' গোল করেন।

দুঃখজনক সংবাদটি ম্যারাডোনার আইনজীবী নিশ্চিত করেছেন। শীঘ্রই, ফুটবল বিশ্বজুড়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 আর্জেন্টিনার এই ফুটবলার ১১ নভেম্বর সন্ধ্যা  টার আগে ব্যক্তিগত অলিভোস ক্লিনিক থেকে ছাড়া পান ওই দিন শত শত ফটোগ্রাফার ভক্তরা তার এক ঝলক দেখার চেষ্টা করেছিলেন।

আজ কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা দুনিয়া ছেড়ে চলে গেলেন।