ধোনির লম্বা চুলের জন্য একসময় পাগল ছিল কত তরুণী। ক্রিকেট বিশ্বে আবির্ভাবের সময় মহেন্দ্র সিং ধোনির ট্রেড মার্ক ছিল দু’টো।
হেলিকপ্টার শট এবং ঘাড় ছাপিয়ে যাওয়া চুল।
শুরুর দিনের সেই অকুতোভয় মাহির এক অনন্য স্টাইল স্টেটমেন্ট ছিল ওই কেশবিন্যাস। খোদ পাকিস্তানের সেই সময়ের প্রেসিডেন্ট পারভেজ মুশারফও মুগ্ধ ছিলেন সেই স্টাইলের। কিন্তু হায়! মাহির সেই পুরনো চুল একেবারেই পছন্দ নয় খোদ সাক্ষী ধোনির!
বৃহস্পতিবার ছিল সাক্ষীর ৩২তম জন্মদিন। সেই উপলক্ষেই চেন্নাই সুপার কিংস একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে ধোনি-পত্নীকে পরিষ্কার বলতে শোনা গিয়েছে, তাঁর সঙ্গে আলাপের সময় যদি ধোনির ওই হেয়ারস্টাইল থাকত, তাহলে তিনি ঘুরেও তাকাতেন না। ওই চুল তাঁর এতটাই অপছন্দের।
সাক্ষীর কথায়, ‘‘ভাগ্যিস আমি ওকে ওই লম্বা চুলে দেখিনি। ওই বাদামি লম্বা চুল খাকার সময় যদি ওর সঙ্গে আলাপ হত, তাহলে আমি ঘুরেও তাকাতাম না। আরে সৌন্দর্যের একটা ব্যাপার থাকবে তো। ওটা জনকে (আব্রাহাম) মানায়। কিন্তু মাহিকে? একে তো লম্বা চুল, তার উপর ওই কমলা রং…’’
ওই ভিডিওতে মাহির দীর্ঘ চুল নিয়ে কথা বলার পাশাপাশি সাক্ষী এও জানিয়ে দিয়েছেন যে, তিনি স্বামীর সঙ্গে ক্রিকেট নিয়ে বেশি কথা বলেন না।
সাক্ষী পরিষ্কার জানাচ্ছেন, ‘‘আমরা ক্রিকেট নিয়ে কথা বলি না। ওটা ওর পেশা।’’
মেয়ে জিভার সঙ্গে বাবা ধোনির সম্পর্ক নিয়ে বলতে গিয়ে ভিডিওতে সাক্ষীকে বলতে শোনা যায়, ‘‘মেয়ে তো খালি ওর কথাই শোনে। আমাকে কতবার জিভাকে খাবার খেয়ে নিতে বলতে হয়। অথচ মাহি ওকে একবার বললেই হল। অমনি খেয়ে নেবে চুপচাপ।’’
এবারের আইপিএলে একেবারেই ভাল খেলতে পারেনি ধোনির দল। প্লে অফের দরজা খোলা সম্ভব হয়নি। ব্যাট হাতেও চেনা ছন্দে দেখা যায়নি ধোনিকে।
টানা কয়েক সপ্তাহের ক্লান্তিকর শিডিউলের শেষে নতুন করে তরতাজা হয়ে উঠতেই সম্প্রতি দুবাইয়ে স্ত্রী সাক্ষী ও কন্যা জিভাকে নিয়ে ছুটি কাটানোর মুডে দেখা গিয়েছে ‘ক্যাপ্টেন কুল’কে।