অবশেষে জয়ের মুখ দেখলো বেক্সিমকো ঢাকা

author name
রিপোর্টটি লিখেছেন :Mahmudul
০২-১২-২০২০
Feature Image

আজকে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের মুখ দেখল বেক্সিমকো ঢাকা।

ফরচুন বরিশালের ব্যাটসম্যান দের ব্যাটিং বিপর্যয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৮ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

ফরচুন বরিশালের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে তৌহিদ হৃদয়, অধিনায়ক তামিম ইকবাল করেন ৩১ রান। এছাড়া অন্যান্য ব্যাটসম্যান রা তেমন সুবিধা করতে পারেনি।

১০৯ রানের স্বল্প টার্গেটে ব্যাট করতে নেমে খুবই সাবধানী শুরু করে ঢাকা। তবে শুরুতেও ঢাকা তাড়াতাড়ি ২ উইকেট হারিয়ে ফেললেও মুশফিক ও ইয়াসির আলীর জুটিতে সহজ জয় পায় ঢাকা। ইয়াসির আলী ৪৪ ও মুশফিক ২৩ রানে অপারিজত থেকে ম্যাচ শেষ করে।

ম্যাচ সামারিঃ 

ফরচুন বরিশালঃ ১০৮/৮ ; 
তৌহিদ হৃদয়ঃ ৩৩ (৩৩), তামিম ইকবালঃ ৩১(৩১)

রবিউল ইসলাম রবিঃ  ৪/২০

বেক্সিমকো ঢাকাঃ ১০৯/৩
ইয়াসির আলীঃ  ৪৪(৩০); মুশফিকঃ ২৩(৩৪)

মিরাজঃ ১/১৩