
Rana Sikder
CrickBangla Reporter
ভারতকে চাপে ফেলতে বিরাটের উইকেটকে নিশানা করছেন কামিন্স
20 November 2020 , 10:00 PM
২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৩ ম্যাচের একদিনের সিরিজ। আর সেই সিরিজে বিরাট কোহলির উইকেটই নিশানা করছেন অস্ট্রেলিয়ার জোরে বোলার প্যাট কামিন্স।
বিরাট কোহলি ১৭ ডিসেম্বর থেকে সিরিজের প্রথম টেস্ট খেলেই ফিরবেন দেশে। অস্ট্রেলিয়ায় এ বারের সফরে তিনি খেলবেন ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি ও একটি টেস্ট।
সিরিজের বাকি ৩ টেস্টে তিনি নেই। কামিন্স চাইছেন এই ৭ ম্যাচে যত বেশি বার সম্ভব বিরাটকে ড্রেসিংরুমে ফেরত পাঠাতে।
ফক্স ক্রিকেটে তিনি বলেছেন, “আমার মনে হয় প্রত্যেক দলেই এক-দু’জন ব্যাটসম্যান থাকেন যাঁদের বড় উইকেট বলে ধরা হয়। অধিকাংশ দলে বড় উইকেট ধরা হয় অধিনায়ককে। ইংল্যান্ডের যেমন জো রুট, নিউজিল্যান্ডের যেমন কেন উইলিয়ামসন। এদের ফেরাতে পারলে ম্যাচ জেতার দিকে অনেকটা এগিয়ে যাওয়া গিয়েছে বলে অনুভূতি হয়। সেই দিক দিয়ে কোহলিও বড় উইকেট। ধারাভাষ্যকাররা অবিরাম ওর কথা বলে চলে। আশা করছি, আমরা বিরাটকে শান্ত রাখতে পারব।”
অর্থাৎ, ভারতকে হারাতে হলে বিরাটকে দ্রুত ফেরাতে হবে, সোজাসুজি বলেছেন তিনি।
২০১৮ সালে অস্ট্রেলিয়ায় এসে একদিনের সিরিজ ২-১ ফলে জিতেছিল ভারত। আর ১-১ ড্র হয়েছিল টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের একটি ম্যাচ অবশ্য বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল।
দু’বছর আগের হারের বদলা নিতে চায় অস্ট্রেলিয়া, সাফ বলেছেন কামিন্স।
তাঁর কথায়, “আমাদের প্রস্তুতি রীতিমতো ভাল হয়েছে।আমরা ইংল্যান্ডে ভাল একটা সিরিজ খেলেছি। তার পর দলের অধিকাংশই গত কয়েক সপ্তাহে ১৪টা ম্যাচ ছেলেছে আইপিএলে। অন্যরাও খেলার মধ্যে রয়েছে। আমরা সবাই খেলার জন্য উন্মুখ।”
বোলার হিসেবে তিনি যে পরিণত হয়েছেন, সেটাও জানিয়েছেন কামিন্স।
TAG : AUSvsIND, Pat Cummins, Virat Kohli
KEYWORDS : AUSvsIND, Pat Cummin
This News Related By : Australia.