Cricketers-express-dissatisfaction-with-new-salary-structure-proposed-by-Sri-Lankan-board

Rana Sikder
CrickBangla Reporter
লঙ্কান বোর্ডের প্রস্তাবিত নতুন বেতন কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ ক্রিকেটারদের
22 May 2021 , 03:00 PM
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নতুন চুক্তিতে খেলোয়াড়দের বেতন কমিয়ে আনা হয়েছে ৪০ শতাংশ। নতুন বেতন কাঠামোকে অন্যায্য দাবি করছেন লঙ্কান ক্রিকেটাররা।
লঙ্কান বোর্ডের চুক্তিতে সই দিতে নারাজ শ্রীলঙ্কান সিনিয়র ক্রিকেটাররা। যার মধ্যে রয়েছেন টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে, দীনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথিউসরা। শুধু সিনিয়ররাই নন, চুক্তিতে থাকা ২৪জন ক্রিকেটারই বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ নিয়ে তারা আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন। ক্রিকেটারদের আইনজীবীরা বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন। এক বিবৃতিতে ক্রিকেটারদের আইনি প্রতিনিধি আইনজীবী নিশান সিডনি প্রেমাথিরত্নে বলেছেন, ‘প্রস্তাবিত চুক্তির পারিশ্রমিকের বিস্তারিত প্রকাশ করায় হতবাক ক্রিকেটাররা।’
লঙ্কান ক্রিকেটের গত ৩২ বছরের ইতিহাসে এবারের চুক্তিতে রাখা হয়েছে সবচেয়ে কম ক্রিকেটারকে।নতুন চুক্তিতে ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। আবার প্রতিটি ক্যাটাগরিতে রাখা হয়েছে কেবল ২ জন করে ক্রিকেটার। এর মধ্যে আবার ক্রিকেটারদের ভাগ করা হয়েছে নির্দিষ্ট পয়েন্টের ওপর ভিত্তি করে।
পারফরম্যান্সে ৫০ পয়েন্ট, ফিটনেসে ২০ পয়েন্ট, নেতৃত্ব গুণাবলীতে ১০ পয়েন্ট, পেশাদারিত্বে ১০ পয়েন্ট এবং ভবিষ্যত কার্যকারিতা ও মানিয়ে নেয়ার ক্ষমতার ভিত্তিতে রাখা হয়েছে ১০ পয়েন্ট।
এনিয়ে অবশ্য লঙ্কান বোর্ড চিন্তিত নয়। উপদেষ্টা কমিটির প্রধান অরবিন্দ ডি সিলভা বলেন, ‘ক্রিকেটারদের যা পারফরম্যান্স- তার ভিত্তিতে আমরা এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
এই চুক্তিতে স্বাক্ষর করার জন্য ৩রা জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে ক্রিকেটারদের।
TAG : SriLankanCrickt, SLC, Salary, Cricket
KEYWORDS : SriLankanCrickt, SLC
This News Related By : Srilanka.