সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় !

author name
রিপোর্টটি লিখেছেন :Mahmudul
১৭-১২-২০২০
Feature Image

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটাররা বিজয় দিবসের শুভেচ্ছা  জানিয়েছেন।

মুশফিক তার বার্তায় বলেনঃ " মাঠে আমরা জয় পাই। উৎসব করি। কিন্তু এটা সম্ভব হতো না যদি না এই দিনটা আসতো। ১৬ ডিসেম্বর,১৯৭১। আমি প্রতিটি বল মোকাবিলা করার সময়, রান নেয়ার সময় গর্ব বোধ করি কারন আমি আমার দেশের প্রতিনিধিত্ব করছি। গর্ব নিয়ে নিজ দেশের পতাকা উড়াতে পারি, বলতে পারি আমি গর্বিত বাংলাদেশী । মাতৃভূমির বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা । সকল মুক্তিযোদ্ধাকে সশ্রদ্ধ সালাম।"

মাশরাফি জানানঃ  " 
এটা আমার কাছে শুধু একটি পতাকাই না আমার অস্তিত্ব আমার অনুভুতি,আমার ভালোবাসা।আমি মরেও বারবার চাইবো এ পতাকা তলে আসতে।আমি গর্বিত আমি একজন বাংলাদেশি।

৭১ এর সাহসী সকল শহিদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।
“ যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা”
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা"

সাকিব আল হাসান তার অভব্যাক্তি প্রকাশ করেন এভাবেঃ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকের দিনেই বিশ্ব মানচিত্রে আমরা পেয়েছিলাম স্থান। পৃথিবী জেনেছিলো আমাদের নতুন পরিচয়। বিজয় দিবসের এই মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পরম আরাধ্য এই বিজয় আনতে শেষ রক্তবিন্দুতে লড়ে যাওয়া প্রত্যেক সূর্যসন্তানকে। সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা।"

এছাড়াও সকল ক্রিকেটাররা তাদের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান।