ওয়েস্ট ইন্ডিজ দলে করোনার হানা, কোভিড পজিটিভ হেইডেন ওয়ালশ

author name
রিপোর্টটি লিখেছেন :Rana Sikder
১৫-০১-২০২১
Feature Image

বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে হানা দিয়েছে করোনা ভাইরাস। দলটির ওয়ানডে ম্যাচ খেলার জন্য আসা হেইডেন ওয়ালশ করোনায় আক্রান্ত হয়েছেন।

তাকে আইসোলেশনে রাখা হয়েছে। বাংলাদেশে আসার পর করা প্রথম টেস্টে তার নেগেটিভ রেজাল্ট আসলেও দ্বিতীয় টেস্টে পজিটিভ এসেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ সফরে আসার আগে এবং বাংলাদেশে পৌঁছানোর পর গেল ১১ দিনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রতি সদস্যের চারবার করোনা পরীক্ষা করা হয়েছে। হেইডেন ওয়ালশ করোনা আক্রান্ত হওয়ায় আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না।