News

02:30 PM National

Corona-attack-on-South-African-cricket-team

Rana Sikder

CrickBangla Reporter

করোনার হানা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলে

19 November 2020 , 02:30 PM

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে করোনায় আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটার।

আক্রান্ত ক্রিকেটারের সংস্পর্শে আসায় আইসোলেশনে রয়েছেন আরো দু’জন।

আক্রান্ত ক্রিকেটার ও আইসোলেশনে থাকা অপর দুই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ক্রিকেটার ও স্টাফ মিলিয়ে মোট ৫০ জনকে পরীক্ষা করানো হয়েছিল। যার মধ্যে কেবল একজন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গেছে ইংল্যান্ড।

কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হওয়ায় অনুশীলনও শুরু করে দিয়েছে তারা।

আক্রান্ত ক্রিকেটারের জায়গায় নতুন কাউকে নেয়া হবে না বলে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য নতুন আরো দুই ক্রিকেটারকে দলভুক্ত করা হবে।


আগামী ২৭শে নভেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর।

TAG : South Africa tour of England, Corona
KEYWORDS : South Africa tour of

This News Related By : South Africa.