
Rana Sikder
CrickBangla Reporter
চলে গেলেন এক সময়ের সেরা অজি ওপেনার কলিন ম্যাকডোনাল্ড
12 January 2021 , 08:00 PM
অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ওপেনার কলিন ম্যাকডোনাল্ড মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয় ৯২।
ম্যাকডোনাল্ডের মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান আর্ল এডিংস বলেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবেন কলিন। বিশ্বের সব বড় পেসারদের দাপটের সঙ্গে খেলতেন তিনি। স্পিনারদের দক্ষতার সঙ্গে সামলাতেন।’
১৯৫২ সালে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ম্যাকডোনাল্ডের। সেই থেকে ১৯৬১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৪৭ টেস্ট খেলেন তিনি। টেস্ট ক্যারিয়ারে ৫ সেঞ্চুরি ও ১৭ হাফ-সেঞ্চুরি করা ম্যাকডোনাল্ডকে তৎকালীন সময়ের সেরা ওপেনার হিসেবে বিবেচনা করা হতো।
এছাড়া ১৯২ প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৩৭৫ রান করেন ম্যাকডোনাল্ড। সেখানে ২৪ সেঞ্চুরি ও ৫৭ হাফ-সেঞ্চুরি ছিলো।
১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর ও দেশের মাটিতে ১৯৫৮-৫৯ অ্যাশেজে দুর্দান্ত পারফরম্যান্স করেন ম্যাকডোনাল্ড। সিরিজ দু’টি তার ক্যারিয়ারের সেরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ২ সেঞ্চুরিতে ৬৪ দশমিক ১৪ গড়ে ৪৪৯ রান করেন তিনি। অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে ২ সেঞ্চুরিতে ৫১৯ রান করেন। গড় ছিলো ৬৪ দশমিক ৮৭।
খেলোয়াড়ি জীবন শেষে, টেনিসে প্রশাসনিক দায়িত্ব এবং ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেন ম্যাকডোনাল্ড।
TAG : Colin Mcdonald, Australia, ICC
KEYWORDS : Colin Mcdonald, Aust
This News Related By : Australia.