
Rana Sikder
CrickBangla Reporter
বড়দিনের ছুটি কাঁটিয়ে শীঘ্রই টাইগার শিবিরে যোগ দিচ্ছেন কোচ, ট্রেইনার ও ফিজিও
31 December 2020 , 08:30 AM
বড় দিনের ছুটির কারণে বাংলাদেশে নেই জাতীয় ক্রিকেট দলের কোনো বিদেশি কোচ। তবে নতুন বছরের শুরুতেই তারা সবাই ঢাকায় ফিরে আসছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। জানা গেছে ২রা জানুয়ারি ফিরছেন ফিজিও জুলিয়েন ক্যালিফ্যাতো ও ট্রেনার নিকোলাস লি। এরপর ৮ই জানুয়ারি আসবেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার সঙ্গে একই দিনে আসছেন পেস বোলিং কোচ ওটিস গিভসন, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ভারতীয় কম্পিউটার অ্যানালাইসিস্ট শ্রীনিবাসন। সবকিছু ঠিক থাকলে ওয়েসস্ট ইন্ডিজ দল ঢাকায় আসবে ১০ই জানুয়ারি। সেদিনই ওয়ানডে ও টেস্ট মিশনে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে ৭ই জানুয়ারি জৈব সুরক্ষা বলয়ে বায়ো-বাবল প্রবেশ করবে বাংলাদেশ দল।
১০ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হবে। এবার আর করোনা নিয়ে কোন ঝুঁকি নেয়া হবে না। আর যেহেতু কোভিড-১৯ পরীক্ষার ৫ দিন আগেই ফিজিও ও ট্রেনার আসছেন তাই আমরা চিন্তা করছি তারা যেন ক্রিকেটারদের নিয়ে ফিটনেসের কাজ শুরু করে দেয়। এটি অবশ্য অফিসিয়ালি না-ও হতে পারে। তবে আমরা চাইছি তাদের উপস্থিতি কাজে লাগাতে।’ করোনা মহামারির কারণে মার্চ থেকেই বাংলাদেশ দল কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। এই বছরে তাই কোচদের খুব বেশি কাজ করার সুযোগও ছিল না। সেপ্টেম্বরে ক্যাম্পে কোচরা যোগ দিলেও শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়াতে তারা নিজ নিজ দেশে ফিরে যান। যদিও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলাকালে প্রধান কোচ এসেছিলেন। অবশ্য ২৩শে ডিসেম্বর বড় দিনের ছুটি কাটাতে আবার ফিরে যান নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নিশ্চিত করেছেন সব কিছু ঠিক থাকলে ১০ই জানুয়ারি বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে। তার আগে জানুয়ারির প্রথম সপ্তাহেই প্রাথমিক দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১০ মাস পর মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। তাই কোনো ধরনের ঝুঁকি না নিয়ে সেরা দলই দেয়া হচ্ছে এমনটাও জানিয়েছেন প্রধান নির্বাচক। তবে ক্যাম্পে প্রস্তুতি ম্যাচেও পরীক্ষা দিতে হবে টাইগারদের।
TAG : BangladeshCricket, BCB, Christmas Day
KEYWORDS : BangladeshCricket, B
This News Related By : Bangladesh.