প্রকাশিত : ৭ নভেম্বর ২০২০ | ক্রিক বাংলা প্রতিবেদক
এ বছর বেশ কয়েকবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন সাকিব আল হাসান। তবে গতকাল মধ্যরাতে তার ফেরাটা ছিল একেবারেই অন্যরকম। হ্যাঁ, গত ২৮শে অক্টোবর তার ওপর থেকে উঠে গেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিষেধাজ্ঞা। এবার তিনি দেশে ফিরেছেন মুক্ত হয়ে।
এবার তার মাঠে ফেরার পালা। সব কিছু ঠিক থাকলে এ মাসেই তিনি খেলবেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লীগে। এরপর আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সফরে এলে সেখানেও খেলবেন সাকিব।
তবে দীর্ঘ এক বছর তিনি মাঠের বাইরে থাকায় আছে প্রশ্ন।
আগের সাকিবকে ফিরে পাবে তো বাংলাদেশ! তবে সাকিবকে নিয়ে উদ্বিগ্ন নয় তার গুরু মোহাম্মদ সালাউদ্দিন।
বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক কোচ তার ছাত্রকে নিয়ে সংবাদ মাধ্যমে বলেন, ‘ভালো লাগছে যে সে (সাকিব) আবার ক্রিকেট খেলা শুরু করবে। ওর খেলা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না, আজ হোক কাল হোক সে আগের জায়গায় ফিরে আসবে।’
গেল সেপ্টেম্বরে সাকিব বাংলাদেশে এসে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছিলেন। এ জন্য তিনি বেছে নিয়েছিলেন তার ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার প্রতিষ্ঠান বিকেএসপিকে। সেখানে তার দুই গুরু সালাউদ্দিন ও নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনেক দিন কাজ করেন ফিটনেস ও স্কিল ফিরে পেতে।
তবে দেশে এসেই তাকে দিতে হবে ফিটনেস পরীক্ষা। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লীগে খেলতে হলে তাকে ফিটনেস টেস্টে অংশ নিতে হবে বলেই জানিয়েছে বিসিবি। এরই মধ্যে ১১৩ জন ক্রিকেটারকে এই টেস্ট দিতে ডেকেছে বিসিবি। যেখানে আছে সাকিবের নামও।
সাকিবের ফিটনেস পরীক্ষা নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমেরিকাতে কি করেছে তা তো জানি না কিন্তু আগে যখন এসেছিল তখন ফিটনেস খুব ভালো অবস্থায় ছিল। যদি আমেরিকাতে ফিটনেস নিয়ে কাজ করে থাকে আমার মনে হয় তার জন্য সুবিধা হবে ফিটনেস টেস্টে পাশ করার ব্যাপারে।’
By Crick Bangla