
Rana Sikder
CrickBangla Reporter
চট্টগ্রামের কাছে পাত্তায় পেল না জেমকন খুলনা
28 November 2020 , 06:00 PM
ঠিক যেন ঢাকা ম্যাচের পুনরাবৃত্তি ঘটাল গাজী গ্রুপ চট্টগ্রাম। নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ঠিক একই ব্যবধানে হারিয়েছিল
টসে হেরে আগে ব্যাট করতে নেমে মুস্তাফিজুর রহমানের বোলিং তাণ্ডবে মাত্র ৮৬ রানে অলআউট হয়ে যায় খুলনা।
মুস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম ও তাইজুল ইসলামের বিরুদ্ধে কোন প্রকার প্রতিরোধই গড়তে পারেনি জেমকন খুলনার ব্যাটসম্যানরা।
তারকা নির্ভর দলটির হয়ে এদিন ওপেন করতে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে মাত্র ৩ রান করেই নাহিদুলের বলে বিদায় নেন।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো খুলনার হয়ে সর্বোচ্চ ২১ রান করেন ইমরুল কায়েস। ২৬ বলে তিনি তিনটি চার হাঁকান।
খুলনার হয়ে এছাড়া আরিফুল হক ১৫, জহুরুল ইসলাম ১৪ ও শামীম হোসেন ১১ রান করেন।
চট্টগ্রামের হয়ে মুস্তাফিজ ৩.৫ ওভারে মাত্র ৫ রানে ৪টি উইকেট দখল করেন। এছাড়া নাহিদুল ও তাইজুল দু'টি করে উইকেট পান।
পরপর দুই ম্যাচে ৯ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে মোহাম্মদ মিঠুনের চট্টগ্রাম।
৮৭ লক্ষ্যে ব্যাট করতে নেমে অনেকটা সাচ্ছন্দেই ব্যাট চালাতে থাকে চট্টগ্রামের দুই ওপেনার লিটন দাশ ও সৌম্য সরকার।দলীয় ৭৩ রানের মাথায় মাহমুদুল্লাহ রিয়াদের ওভারে আউট হন ২৯ বলে ২৬ রান করা সৌম্য। তবে মুমিনুল হকের সঙ্গে ম্যাচ জিতেই মাঠ ছাড়েন লিটন।
আসরের নিজের প্রথম ফিফটি তুলে নেন লিটন দাস। ৪৬ বলে ৫৩ রানের ইনিংসটি ৯ চারে সাজানো ছিল।
৮৭ রানের লক্ষ্যে ৯ উইকেট ও ৩৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সৌম্য-লিটনের গাজী গ্রুপ চট্টগ্রাম।
TAG : Bangabandhu T-20 Cup, GGCvsGK
KEYWORDS : Bangabandhu T-20 Cup
This News Related By : Bangladesh.