বেক্সিমকো ঢাকা তাদের প্রথম ম্যাচ হারার পরে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্যে আজকে ২য় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রাম এর বিরুদ্ধে মাঠে নামে। কিন্তু ঢাকাকে নিয়ে পুরা ছেলে খেলাই করলো মিঠুনের চট্টগ্রাম ।
চট্টগ্রাম এর বোলারদের তোপে পড়ে ৮৮ রানে অলআউট হয়ে যায় মুশফিকের ঢাকা।
ঢাকার ইনিংসে সর্বোচ্চ ৪০ রান করে নাঈম শেখ। মুশফিকুর রহিম গোল্ডেন ডাক মেরে আউট হয়ে যাওয়ার পড়ে পাহাড়সম চাপে পড়ে ঢাকা। শেষ পর্যন্ত ব্যাটস্ম্যান্দের যাওয়া আসার মিছিলে ৮৮ রানে থেমে যায় ঢাকার ইনিংস।
৮৯ রানের জবাবে ব্যাটিং করতে নেমে হেসে খেলে ম্যাচ জিতে নেয় লিটন কুমার ও সৌম্য সরকার। ৩৩ বলে ৩৪ রানের ইনিংস খেলে লিটন আউট হলেও ২৯ বলে ৪৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যায় সৌম্য।
ম্যাচ সামারিঃ
বেক্সিমকো ঢাকা: ১৬.২ ওভারে ৮৮ অল আউট (নাঈম ৪০) (মোসাদ্দেক ২/৯)
গাজী গ্রুপ চট্টগ্রাম: ১০.৫ ওভারে ৯০/১ (লিটন ৩৪, সৌম্য ৪৪*, মমিনুল ৮*)