
Rana Sikder
CrickBangla Reporter
পাকিস্তানের বিপক্ষে ক্যারিবিয়দের ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়
16 August 2021 , 08:39 PM
ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও বোলারদের কল্যাণে ম্যাচে ফিরেছিল পাকিস্তান। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে সফরকারী বোলারদের সেই চেষ্টা বৃথা গেছে কেমার রোচের বদৌলতে। জয়ের জন্য তখনও ১৭ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। তবে হাতে উইকেট মাত্র দুটি।
ঠিক সেই সময় শাহীন শাহ আফ্রিদির বলে ক্যারিবীয়দের জন্য দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা রোচের সহজ ক্যাচ ছাড়েন হাসান আলি। তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত ৫২ বলে অপরাজিত ৩০ রানের দৃঢ়চেতা ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ১ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন রোচ। সর্বশেষ ৮৪ টেস্টে তৃতীয় দল হিসেবে ১ উইকেটে জয় পেলো ক্যারিবীয়রা।
জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই কিরণ পাওয়েলকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ওভারে শাহীন আফ্রিদির বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন তিনি। প্রথম ইনিংসে ৯৭ রানের দারুণ এক ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যক্তিগত ২ রানে শাহীন আফ্রিদির লেন্থ বলে এজ হয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ আউট হন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। থিতু হতে পারেননি এনক্রুমাহ বোনারও। ৫ রান করা ডানহাতি এই ব্যাটসম্যানকে বোল্ড আউট করেছেন সেই শাহীন আফ্রিদি।
মাত্র ১৬ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান বাঁহাতি এই পেসার। এরপর খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রোস্টন চেজ ও জার্মেইন ব্ল্যাকউড। তাঁদের দুজনের জুটি থেকে এসেছে ৬৮ রান। জেসন হোল্ডার-জশুয়া ডি সিলভা ফেরেন থিতু হয়ে। তবে দলকে ম্যাচ জিতে মাঠ ছাড়েন ৩০ রানে অপরাজিত থাকা রোচ।
এর আগে ৫ উইকেটে ১৬০ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান অল আউট হয় ২০৩ রানে। আগের দিন ৫৪ রানে অপরাজিত বাবর আজম সাজঘরে ফেরেন মাত্র এক রান যোগ করে। হাসানের ২৮ রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল পাকিস্তান। ক্যারিবীয়দের হয়ে ৫ উইকেট নেন জেডেন সিলস।
TAG : West Indies, Pakistan, Cricket, Test
KEYWORDS : West Indies, Pakista
This News Related By : Windies.