গতকাল হোটেলে বিশ্রামে দিন কাটিয়েছে বাংলাদেশ দল। অন্যদিকে অস্ট্রেলিয়ার ৮ ক্রিকেটার মিরপুর শেরেবাংলা মাঠের তপ্ত রোদে অনুশীলনে ব্যস্ত। দুপুর ২টা, বলা চলে ভরদুপুরে ব্যাট-বল নিয়ে নিজেদেরকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ঘাম ঝরিয়েছেন তারা। করবেন না কেন! প্রথমবারের মতো টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে খেলতে এসে ২-০ তে পিছিয়ে পড়েছে ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া। আজ হারলে দুই ম্যাচ বাকি রেখেই সিরিজ খোয়াবে তারা। এখন পর্যন্ত ক্রিকেটের কোনো ফরম্যাটেই অজিদের বিপক্ষে সিরিজ জিততে পারেনি টাইগাররা। এমনকি দলটির বিপক্ষে পরপর দুই ম্যাচে জয়ের রেকর্ডও ছিল না। তবে বদলে গেছে পরিস্থিতি।
তাই অজিরা মরিয়া ঘুরে দাঁড়াতে। পরিষ্কার ২-০তে পিছিয়ে ক্যাঙ্গারুদের সিরিজ বাঁচাতে লড়াই করতে হবে আরো ৩ ম্যাচ। তবে এগিয়ে থাকা স্বগতিকদের সুযোগ আজই শেষ হয়ে যাচ্ছে এমন নয়। বাকি ম্যাচের একটিতে জিতলেই বদলে যাবে ইতিহাস। তবে টাইগার অধিনায়ক খুব সতর্ক। প্রতিটি ম্যাচেই নিজেদের সামার্থ্যের সবটুকু উজার করে দিতে প্রস্তত। মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘আমরা প্রত্যেকটা ম্যাচকে আলাদা করে দেখছি। তবে আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এবং নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে পারফর্ম করতে হবে।’
বাংলাদেশ দল এখন পর্যন্ত ৩৩ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। সেখানে জয়ের দেখা পেয়েছে মাত্র ৭টিতে। এর মধ্যে দেশের মাটিতে ১৫ সিরিজে টাইগারদের জয় ৪টিতে। সেখানে ২ টিতে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আর বাকি দুটি পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তাই এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় বাংলাদেশের জন্য হয়ে থাকবে অনন্য প্রাপ্তি।