প্রকাশিত : ৪ ডিসেম্বর ২০২০ | ক্রিক বাংলা প্রতিবেদক
বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানল, বঙ্গবন্ধু কাপের ১ম ম্যাচ দ্বিতীয় ম্যাচ শুক্রবারের
ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে। শুক্রবারের জন্য ম্যাচের সময়
পরিবর্তনের কারণ অবশ্য উল্লেখ করেনি বিবিসি।
আজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুক্রবারের ম্যাচ সময় এগিয়ে আনা হয়েছে ম্যাচ মাঠে
গড়াবে ২ ঘণ্টা আগে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী,
এদিন ১ম খেলা
শুরু হয়ার কথা দুপুর ২টায়। তবে পরিবর্তিত সূচিতে খেলা শুরু হবে
দুপুর ১২টায়। এগিয়ে এসেছে দিনের দ্বিতীয় খেলা সময়ও। সন্ধ্যা ৭টার
পরিবর্তে ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর সূচি পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত
হবে। সময়ের পরিবর্তন শুধু ৪ ডিসেম্বরের খেলার জন্যই, জানানো হয়েছে
বিজ্ঞপিতে।
বিসিবি সময় পরিবর্তের নির্দিষ্ট কারণ ব্যাখ্যা না করলেও,
জানা গেছে, একই দিন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে
নামবে জামাল ভূঁইয়ারা। কাতারের রাজধানী দোহায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এই ম্যাচের সম্প্রচার সত্ত্ব পেয়েছে টি স্পোর্টস।
By Crick Bangla