
Rana Sikder
CrickBangla Reporter
বঙ্গবন্ধু টি-২০ কাপেই নিজেকে প্রমান করার সুযোগ দেখছেন বিপ্লব
19 November 2020 , 01:00 AM
২১ নভেম্বর বঙ্গবন্ধু টি-২০ কাপের জন্য পাঁচ দলের আনুষ্ঠানিক দলগত অনুশীলন শুরু হবে। তবে ক্রিকেটাররা অবশ্য ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
দল হিসেবে ফরচুন বরিশাল, জেমকন খুলনা বাকিদের চেয়ে কিছুটা এগিয়ে। ধানমন্ডিতে নিজস্ব মাঠে কয়েকদিন ধরেই অনুশীলন করছে খুলনার ক্রিকেটাররা। বিসিবি একাডেমি গত দুই দিন অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে বরিশাল শিবির।
বিসিবি একাডেমি মাঠে গতকাল সকালে বোলিং করেছেন বরিশালের তিন ফাস্ট বোলার তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি ও সুমন খান।
স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব, ওপেনার সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু সায়েমরাও ছিলেন অনুশীলনে।
ম্যাচের শুরুতে নতুন বল, পুরাতন বল বিবেচনায় ব্যাটসম্যানদের বোলিং করেছেন তাসকিনরা।
বঙ্গবন্ধু টি-২০ কাপে বল নিজেকে আবারও প্রমাণ করতে চান লেগ স্পিনার বিপ্লব। টি-২০ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। ৭ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। সর্বশেষ বিসিবি প্রেসিডেন্টস কাপেও ৩ ম্যাচে ৩ উইকেট পেয়েছেন তিনি। আসন্ন টুর্নামেন্টেও বল হাতে বরিশালের বড় ভরসা হতে চাইছেন এই তরুণ।
এই টুর্নামেন্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি হয়ে যাবে বলে বিশ্বাস করেন বিপ্লব।
গতকাল অনুশীলন শেষে ২১ বছর বয়সী এই লেগ স্পিনার বলেছেন, ‘দীর্ঘদিন আমরা টি-২০ অনুশীলনের মধ্যে ছিলাম না। দীর্ঘদিন আমাদের টি-২০ ম্যাচ প্রিপারেশন নাই। এখানে যেহেতু টি-২০ টুর্নামেন্ট হচ্ছে, নিজেদের প্রমাণের ভালো সুযোগ থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ভালো প্রস্তুতিও নেয়া যাবে।’
বিপ্লবের ব্যক্তিগত পরিকল্পনাও আছে টুর্নামেন্টকে ঘিরে। তবে ম্যাচ বাই ম্যাচ এগুতে চান তিনি। গতকাল বলেছেন, ‘অবশ্যই নিজের একটা ব্যক্তিগত প্ল্যান আছে। অনেক দিন পর আমাদের টি-২০ টুর্নামেন্ট চালু হতে যাচ্ছে। চেষ্টা করবো নিজেকে মানিয়ে নিয়ে খেলার জন্য। এবং প্রত্যেকটা ম্যাচেই ভালো পারফর্ম করার চেষ্টা করবো। ম্যাচ বাই ম্যাচ নিজের দলকে ভালো কিছু দেয়ার চেষ্টা করবো।’
তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে বঙ্গবন্ধু টি-২০ কাপে। বিপ্লব বলেছেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের টিম কম্বিনেশন খুব ভালো। সাম্প্রতিক সময়ে পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে আমাদের দল হয়েছে। ইনশাআল্লাহ অবশ্যই আমরা চ্যাম্পিয়নের জন্যই যাবো।’
TAG : Bangabandhu T-20 Cup, Aminul Islam Biplob, CRICKBANGLA
KEYWORDS : Bangabandhu T-20 Cup
This News Related By : Bangladesh.